আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ভারতের তৃতীয় টেস্ট ড্রয়ের পর জানান, সব ফরম্যাট থেকেই অবসর নিচ্ছেন তিনি। তবে অশ্বিনের আচমকা অবসরের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার।
অশ্বিনের অবসরের বিষয়ে গাভাস্কার বলেন, ‘অশ্বিন এভাবে বলতে পারত যে এই সিরিজের পর আর ভারতের হয়ে খেলবে না। আপনি যদি দেখেন, ধোনি কিন্তু ঠিক এভাবেই অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে, সেটা সিরিজের শেষে, মাঝপথে নয়। একটা বিষয় মনে রাখতে হবে এভাবে মাঝপথে অবসর নিলে দলকে বিপদে পড়তে হয়। কেননা একটা সিরিজ চলছে। হুট করে মাঝপথে বিকল্প ক্রিকেটার পাওয়া মুশকিল।’
গাভাস্কার আরও যোগ করেন, ‘প্রতিটা দলের একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে। এভাবে অবসর নিলে সেই পরিকল্পনা বাস্তবায় কঠিন হয়। কেননা নির্বাচকরা তো আগে থেকে বিষয়টি নিয়ে অবগত থাকেন না। আর সামনে সিডনি টেস্ট। সেখানে দুই স্পিনার খেলানোর পরিকল্পনা থাকতেও পারে ভারতের। সেক্ষেত্রে অশ্বিনের নামার কথা ছিল।’
১৪ বছরের ক্যারিয়ারে অশ্বিন টেস্ট খেলেছেন ১০৬টি, ওয়ানডে ১১৬ ও টি-টোয়েন্টিতে মাঠে নামেন ৬৫ ম্যাচে। টেস্টে ৫৩৭ উইকেটের সঙ্গে তিন হাজার ৫০৩ রান আসে তার ব্যাট থেকে। ওয়ানডেতে ১৫৬ উইকেটের পাশাপাশি করেন ৭০৭ রান। টি-টোয়েন্টিতে ৭২ উইকেটের সঙ্গে করেন ১৮৪ রান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ