বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার পথ খুলেছে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীর। এতে আর সবার মতো আনন্দিত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পল্টনের শহীদ তাজউদ্দীন ইনডোরে শনিবার ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ জন্য বাফুফেকে ধন্যবাদও দিয়েছেন।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বাফুফেকে ধন্যবাদ, তারা বেশ কিছুদিন ধরেই হামজার বিষয়ে ফিফার সঙ্গে কাজ করছিল। হামজা আসায় আমাদের পারফরম্যান্স সামনের দিনগুলোতে আরও ভালো হবে। আমি আশা করি, তিনি আসায় বাংলাদেশের ফুটবল বদলাবে। বাংলাদেশের অনেকে যাঁরা বিভিন্ন ক্লাবে খেলেন, হামজা চৌধুরীর বিষয়টি সবার মধ্যে বাংলাদেশের হয়ে খেলার আশা সঞ্চার করবে।’
দেশের ফুটবলের জন্য আরেকটি সুসংবাদ- আগামী ১০ বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সরকারের কাছ থেকে লিজ পেয়েছে বাফুফে। তারা অনেক দিন ধরে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে বিভিন্ন স্টেডিয়াম স্থায়ী বরাদ্দ চেয়ে আসছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত। এত দিন এম এ আজিজ স্টেডিয়ামে ক্রিকেট ও ফুটবল ভাগাভাগি করে ব্যবহার করে আসছিল।
বিডি প্রতিদিন/এমএস