ম্যাচের শেষ বল, প্রতিপক্ষের প্রয়োজন কেবল এক রান। এমন গুরুত্বপূর্ণ সময়ে শেষ ডেলিভারিটি করতে পারলেন না লকি ফার্গুসন। মাঠ ছেড়ে উঠে যেতে হলো তাকে। পরে জানা গেল, হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে নিউজিল্যান্ডের গতিময় এই পেসারের।
এতে পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজে ফার্গুসনের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। কিউইদের পরের ম্যাচ সোমবার (১০ ফেব্রুয়ারি), দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে মাঠে গড়াবে দুই দলের লড়াই। বৈশ্বিক এই টুর্নামেন্টেও ফার্গুসনকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএলটি-টোয়েন্টিতে গত বুধবার এই চোট পান ফার্গুসন। প্রথম কোয়ালিফায়ারে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ডেজার্ট ভাইপার্সকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। কিন্তু চোটের থাবায় শেষ করতে পারেননি পুরো ম্যাচ।
১৯০ রানের লক্ষ্য তাড়ায় শেষ বলে ১ রান দরকার ছিল দুবাইয়ের। আগের বলে উইকেট নেওয়া ফার্গুসনের দিকে তাকিয়ে ছিল ডেজার্ট ভাইপার্স। কিন্তু হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠ ছেড়ে উঠে যান তিনি। শেষ বলটি করেন মোহাম্মদ আমির। তাকে চার মেরে দুবাইকে ফাইনালে তোলেন সিকান্দার রাজা। ম্যাচে ৩.৫ ওভারে ৩২ রানে ২ উইকেট নেন ফার্গুসন।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাঠ ছাড়ার কারণ জানান ফার্গুসন। তিনি বলেন, “সামান্য হ্যামস্ট্রিং সমস্যা ছিল, দুর্ভাগ্য। কঠিন একটি রাত। শেষ বলটি যদি করতে পারতাম।”
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, চোটের তীব্রতা জানার জন্য পরদিনই স্ক্যান করানো হয় ফার্গুসনের। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন এই পেসার, আপাতত ধারণা নেই তাদের।
তিনি বলেন, “আমরা রিপোর্টগুলো পেয়েছি এবং আমাদের রেডিওলজিস্ট সেটা দেখে এর মাত্রা সম্পর্কে আমাদের একটি প্রতিবেদন দেবেন, সেটার অপেক্ষা করছি। দেখে মনে হচ্ছে, হ্যামস্ট্রিংয়ে ছোটখাটো চোট। লকি এখানে (পাকিস্তান) আসবে নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তার বিকল্প লাগবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা তার সেরে ওঠার একটি সময়সীমার জন্য অপেক্ষা করছি।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ