২৯ বছর পর নিজেদের ঘরের মাঠে আইসিসি টুর্নামেন্ট। কিন্তু সেখানে তারা টিকলো মোটে ৫ দিন। ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড আর ২৩ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে হারের পরেই কার্যত বিদায় নিশ্চিত হয়ে যায় পাকিস্তান ক্রিকেট দলের। তবে পরের দিন বাংলাদেশের হারে একেবারেই নিশ্চিত হয়ে যায় মোহাম্মদ রিজওয়ানদের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান।
তবে কেবল হারই নয়, যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছে পাকিস্তান, তাতে বেশ ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর সেটারই ফল ভোগ করতে হতে পারে দলটির বর্তমান কোচ আকিব জাভেদকে। অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকা এই কোচকে আগামী ২৭ ফেব্রুয়ারি বিদায় করতে চায় পিসিবি। সংস্থার এক সূত্রের বরাতে এমন খবরই প্রকাশ করেছে পিটিআই।
পাকিস্তান ক্রিকেট বোর্ড দলের এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ ও হতাশ বলে জানিয়েছে সেই সূত্র। তবে পিসিবি এখনই বড় কোনো ঘোষণা দিতে রাজি নয়। বর্তমানে চলমান ইভেন্ট সফলভাবে শেষ করার দিকেই তাদের নজর বলে উল্লেখ করা হয়েছে। পিসিবি চায়, টুর্নামেন্টের সফল আয়োজন শেষ করতে, যাতে ভবিষ্যতে আইসিসির আরও কোনো ইভেন্ট আয়োজনের স্বত্ব পেতে পারে দেশটি।
সূত্রের বক্তব্য, “এখনই দলের পারফরম্যান্স নিয়ে কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের নীতিনির্ধারণী পর্যায় দলের বাজে পারফরম্যান্সের জন্য কোনো অজুহাত শুনতেও নারাজ।”
সেই সূত্রের দাবি, আগামী ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেটে আকিব জাভেদ অধ্যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ শুরুর আগেই নতুন কোচ নিয়োগের চেষ্টা করবে পিসিবি। সম্ভাবনা রয়েছে, আরও একবার অন্তর্বর্তী কোচের শরণাপন্ন হবে পাকিস্তান।
আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজ। সেই সিরিজের মাধ্যমেই পাকিস্তান ক্রিকেটে নতুন কাউকে দেখা যাবে। আশা করা হচ্ছে, বড় কোনো নামকেই দেখা যেতে পারে বাবর-রিজওয়ানদের কোচ হিসেবে।
সোর্স: পিটিআই
বিডি প্রতিদিন/আশিক