আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলেরই। ২৭ ফেব্রুয়ারি দুই দলের মধ্যকার ম্যাচটা তাই কেবলই আনুষ্ঠানিকতার। তবে মর্যাদা রক্ষার খাতিরে এই ম্যাচকেও গুরুত্বের সঙ্গে নিচ্ছে দুই দল।
ভারতের সাবেক স্পিনার হরভজন সিংয়ের মতে, ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা পাকিস্তান নিজেদের শেষ ম্যাচের হারবে, ম্যাচে শেষ হাসি হাসবে বাংলাদেশ।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ দলের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ খারাপ দল নয়। গত কয়েক বছরে তারা উন্নতি করেছে। তারা অনেক শিখেছে। যত বেশি খেলবে, তত শিখবে। শুভকামনা রইল।
তিনি আরও বলেন, আমার মনে হয় বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়ে দেবে। বাংলাদেশ আর ওই দল নেই যাদের বিপক্ষে যেকোনো দল সহজে জিতে যাবে। এই বাংলাদেশ দল লড়াকু।
বিডি প্রতিদিন/কেএ