প্রথমার্ধে দাপট দেখিয়ে দুই গোলে এগিয়ে গেল লিভারপুল। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না তারা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল আর্সেনাল।
অ্যানফিল্ডে রবিবার (১১ মে) প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। শেষ দিকে ১০ জন নিয়ে খেলেছে আর্সেনাল। এবারের আসরে দুই দলের প্রথম দেখায় এমিরেটস স্টেডিয়ামেও একই স্কোরলাইনে শেষ হয়েছিল লড়াই।
আগেই শিরোপা জেতা লিভারপুলের ৩৬ ম্যাচে পয়েন্ট হলো ৮৩। ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। শীর্ষ পাঁচে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার সম্ভাবনা উজ্জ্বল করল মিকেল আর্তেতার দল। ২০তম মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন কোডি হাকপো। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন লুইস দিয়াস।
দ্বিতীয়ার্ধে দারুণ খেলা আর্সেনাল ৪৭তম মিনিটে ব্যবধান কমায় গাব্রিয়েল মার্তিনেল্লির গোলে। ৭০তম মিনিটে দলকে সমতায় ফেরান মিকেল মেরিনো। তবে ৭৯তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এই স্প্যানিশ মিডফিল্ডার। যোগ করা সময়ে অ্যান্ডি রবার্টসন আর্সেনালের জালে বল পাঠালেও, আক্রমণের শুরুতে ফাউল হওয়ায় গোল মেলেনি।
দিনের আরেক ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারানো নিউক্যাসল ইউনাইটেড ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তিনে আছে। এক পয়েন্ট কম নিয়ে চারে ম্যানচেস্টার সিটি। পাঁচ নম্বরে চেলসির পয়েন্ট ৬৩।
সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে ছয়ে অ্যাস্টন ভিলা। ৬২ পয়েন্ট নিয়ে সাতে আছে নটিংহ্যাম ফরেস্ট। এবার প্রিমিয়ার লিগ থেকে টেবিলের প্রথম পাঁচটি দল উঠবে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ