লা লিগার উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা। রবিবার ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচে কিলিয়ান এমবাপ্পে প্রথমার্ধেই জোড়া গোল করে রিয়ালকে দুই দফায় এগিয়ে নেন। তবে প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তন করে প্রথমার্ধেই চার গোল করে এগিয়ে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। তবে সমতায় ফিরতে পারেনি রিয়াল, ফলে শেষ পর্যন্ত হার মেনেই মাঠ ছাড়তে হয় তাদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি দোষারোপ করেন দলের দুর্বল রক্ষণভাগকে।
আনচেলত্তি বলেন, “আমরা কিছু স্পষ্ট ভুল করেছি যার খেসারত দিতে হয়েছে গোল হজম করে। এমন বড় ম্যাচে রক্ষণে শৃঙ্খলা হারালে ফলাফল আমাদের বিপক্ষেই যাবে। আক্রমণে আমরা ভালো করেছি, সুযোগও তৈরি করেছি। কিন্তু ওই ৩০ মিনিটের (চার গোল হজম করার) দুর্বল রক্ষণই আমাদের ডুবিয়েছে।”
তিনি বলেন,“ওপরে আমরা যতগুলো সুযোগ তৈরি করেছি, সবগুলোই ছিল পরিষ্কার কারণ আমরা আক্রমণ ভালো করেছি। তিনটি গোল করেছি, আরও দুটি ছিল অফসাইড। আক্রমণে আমাদের পরিকল্পনার ছাপ ছিল স্পষ্ট। তবে রক্ষণে আমরা ভালো করতে পারিনি। ভুলে যাবেন না, পাঁচজন ডিফেন্ডারকে পাইনি আমরা, এটা আমাদের ভুলে গেলে চলবে না।”
চোটের কারণে রিয়ালের প্রথম সারির পাঁচ ডিফেন্ডার ছিলেন না ম্যাচে — কার্ভাহাল, রুডিগার, মিলিতাও, মঁদি ও আলাবা। এছাড়া বিকল্প হিসেবে রক্ষণে খেলতে নামা কামাভিঙ্গাও ছিলেন ইনজুরিতে। পুরো মৌসুমেই জোড়াতালি দিয়ে রক্ষণ সামলাতে হয়েছে রিয়ালকে, যার চড়া মূল্য দিতে হয়েছে এল ক্লাসিকোর মতো ম্যাচে।
এই মৌসুমে বার্সেলোনার বিপক্ষে চারটি ম্যাচেই হেরেছে রিয়াল, গোল হজম করেছে ১৬টি — যা ক্লাসিকো ইতিহাসে রিয়ালের অন্যতম বাজে রেকর্ড। আনচেলত্তি স্বীকার করেন, “এটা লো ব্লক কৌশলের ফল নয়, বরং আমাদের রক্ষণই যথেষ্ট ভালো ছিল না। ওপরে উঠে রক্ষণ সামলানো সহজ, কিন্তু আমরা তাও পারিনি।”
রিয়াল মাদ্রিদে দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে ১১টি ট্রফি জিতলেও এই মৌসুমে পারফরম্যান্সের ধারাবাহিক ঘাটতি আনচেলত্তির ভাবমূর্তিকে আঘাত করেছে। মৌসুম শেষে তার বিদায় এবং শাবি আলোন্সোর দায়িত্ব নেওয়ার গুঞ্জনও তীব্র হচ্ছে, যদিও আনুষ্ঠানিক কিছু জানায়নি ক্লাব। শেষ এল ক্লাসিকো কি না — এমন প্রশ্ন এড়িয়ে যান আনচেলত্তি, বলেন, “এটা মৌসুমের শেষ ক্লাসিকো। বাকি তিনটি ম্যাচ জিতে ভালোভাবে শেষ করতে চাই।”
রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ বুধবার, প্রতিপক্ষ মায়োর্কা।
বিডি প্রতিদিন/নাজিম