ভারতকে ২০২৩ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরই এই ফরম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা। এরপর চলতি বছর টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নেন ভারতের সফল এই অধিনায়ক। তবে ওয়ানডে ফরম্যাটে এখনো খেলে যাচ্ছেন ‘হিটম্যান’ খ্যাত এই ব্যাটসম্যান।
টানা দুই ফরম্যাটে অবসরের ঘোষণা আসার পর থেকেই ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়— কবে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেবেন রোহিত? এমন প্রশ্নের উত্তর যেন এবার নিজেই দিলেন তিনি।
ভারতীয় সাংবাদিক বিমল কুমারের সঙ্গে এক সাক্ষাৎকারে রোহিত শর্মা জানান, এখনই অবসরের কথা ভাবছেন না তিনি। দলকে এখনও অবদান রাখতে পারছেন বলেই খেলা চালিয়ে যেতে চান।
রোহিত বলেন, 'আমি আগেও যেভাবে খেলতাম, এখনো সেভাবেই খেলছি। আগে প্রথম ১০ ওভারে ৩০ বল খেলে ১০ রান করতাম। এখন যদি আমি ২০ বল খেলি, তাহলে কেন ৩০, ৩৫ বা ৪০ রান তুলতে পারব না? যেদিন ব্যাট ভালো চলবে, ১০ ওভারে ৮০ রান করাও সম্ভব। এখন আমার দৃষ্টিভঙ্গি এটাই।'
তিনি আরও বলেন, 'আমি এখন ক্রিকেটটা একটু ভিন্নভাবে খেলতে চাই। কোনও কিছুই নিশ্চিত ধরে নিচ্ছি না। ২০-৩০ রান করলেই খুশি হয়ে খেলা চালিয়ে যাব, এমন মানসিকতা নেই। যেদিন মনে হবে, আমি যা করতে চাই, তা পারছি না, সেদিনই খেলা ছেড়ে দেব। তবে এখনো আমার মনে হচ্ছে, আমি যা করছি, তা দলের জন্য কাজে দিচ্ছে।'
রোহিতের ইঙ্গিতে স্পষ্ট, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলে যাওয়ার মানসিকতা রয়েছে তার। যদিও শেষ কথা বলবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আপাতত ওয়ানডে ক্রিকেটে রোহিতকে আরও কিছুদিন দেখার আশা করতেই পারেন ভক্তরা।
বিডি প্রতিদিন/মুসা