বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অস্ট্রেলিয়া সফরের পরে হয়েছিলেন কটাক্ষের শিকারও। তবু ভক্তদের অনেকেই চেয়েছিলেন বিরাট কোহলি যেন এমন কোনো সিদ্ধান্ত না নেন। কিন্তু অবশেষে সোমবার নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন কোহলি।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। তার ঘোষণার পরেই ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন স্ত্রী আনুশকা শর্মা। কোহলির সঙ্গে একটি সুন্দর ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে সাদা জার্সিতে দেখা গেছে কোহলিকে।
ক্যাপশনে বিরাটপত্নী লিখেছেন, মানুষ তোমার রেকর্ড আর মাইলস্টোনের গল্প করবে। কিন্তু আমি মনে রাখব তোমার চোখের পানি, যা তুমি কখনো কাউকে দেখাওনি, সেই লড়াই যা কেউ দেখেনি-আর ক্রিকেটের এই ফরম্যাটের প্রতি তোমার নিঃশর্ত ভালবাসা। আমি জানি, এই সফর তোমার থেকে কত কিছু কেড়ে নিয়েছে। প্রতিটা টেস্ট সিরিজের পর তুমি একটু করে আরও পরিণত হয়েছ, আরও নম্র হয়েছ-আর তোমার এই যাত্রাটা দেখা আমার কাছে এক বিরল সৌভাগ্য।
তিনি আরও লেখেন, আমার মন সবসময়ই ভেবেছে তুমি হয়তো একদিন সাদা জার্সি পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবে। কিন্তু তুমি তো চিরকাল নিজের মনকে অনুসরণ করেছো। তাই শুধু এটুকুই বলব-এই বিদায়, এ ধরনের বিদায়-অভিবাদন তোমার একশো ভাগ প্রাপ্য ছিল।
বিডি প্রতিদিন/এমআই