চেলসির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা হাতছাড়া করেছে প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)। তবে হারের হতাশা ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে ম্যাচ শেষে ঘটে যাওয়া এক বিশৃঙ্খল ঘটনা—যেখানে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষে পড়েন পিএসজি কোচ লুইস এনরিকে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, মুখে আঘাত করে চেলসির ফরোয়ার্ড হুয়াও পেদ্রোকে মাটিতে ফেলে দিয়েছেন তিনি। তবে পিএসজি কোচ দাবি করেছেন, খেলোয়াড়দের থামাতেই তিনি সেখানে ছিলেন, কোনো আগ্রাসনের উদ্দেশ্য ছিল না।
ম্যাচের ৮৬ মিনিটে চেলসি ডিফেন্ডার মার্ক কুকুরেলার চুল টানার কারণে লাল কার্ড দেখানো হয় পিএসজির জোয়াও নেভেসকে। সে সময় খুব বেশি উত্তেজনা চোখে পড়েনি। তবে লাল কার্ড দেখা ও অপ্রত্যাশিত হারে পিএসজির ক্ষোভ প্রতিফলিত হয় ম্যাচ শেষে ফুটবলারদের আচরণে। রবিবার ক্লাব বিশ্বকাপে ফাইনালের শেষ বাঁশির পর সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দল। মাঠে উত্তেজনা ছড়ায় পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা ও চেলসি ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর মধ্যে কথা কাটাকাটি থেকে। সেই উত্তেজনার মাঝেই পিএসজি কোচ এনরিকে পেদ্রোর মুখের দিকে হাত তোলেন, আর সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন চেলসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ঘটনাটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে, শুরু হয় ধাক্কাধাক্কি। পরে নিরাপত্তা কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এনরিকেকে শান্তভাবে মাঠ থেকে সরিয়ে নিয়ে যান।
তবে এনরিকে জানিয়েছেন, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। সংবাদ সম্মেলনে বলেন, “ম্যাচ শেষে প্রচণ্ড চাপ থাকে। আমি আমার আবেগ প্রকাশ করেছি, তবে কারো ক্ষতি করার উদ্দেশ্যে নয়। সবাই ওই মুহূর্তে জড়িত ছিল। এটা অবশ্যই কাঙ্ক্ষিত ছিল না, তবে ম্যাচের চাপে এমন হয়ে থাকে। আমি শুধু খেলোয়াড়দের আলাদা করার চেষ্টা করছিলাম যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়।”
তিনি আরও বলেন, “আমি চেলসি কোচ এনজো মারে্সকাকেও দেখেছি, তিনিও ধাক্কাধাক্কিতে জড়িয়েছেন। সবাইকে সরাতে হচ্ছিল। চাপ ঠিক কোথা থেকে এলো তা নিশ্চিত না, তবে এমন পরিস্থিতি এড়ানোই উচিত।”
তবে মাঠের খেলায় চেলসি একেবারে ছড়ি ঘুরিয়েছে। ম্যাচের প্রথমার্ধেই ইংলিশ মিডফিল্ডার কোল পামার আট মিনিটের ব্যবধানে দুই গোল করে চেলসিকে এগিয়ে দেন। এরপর আরেকটি গোলে তিনি অ্যাসিস্ট করেন জোয়াও পেদ্রোকে। বিরতির আগেই ৩-০ গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি।
যেখানে সেমিফাইনালে পিএসজি রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছিল, সেই দলই ফাইনালে পুরোপুরি ছন্দহীন। ম্যাচের শেষ দিকে পিএসজির জোয়াও নেভেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে দশজনের দল নিয়েই ম্যাচ শেষ করতে হয় ফরাসি চ্যাম্পিয়নদের।
হারের ব্যাখ্যা দিতে গিয়ে পিএসজি কোচ বলেন, “ফুটবলে সবকিছুর ব্যাখ্যা হয় না। আমরা শুরুটা ভালো করেছিলাম, ওদের ওপর চাপে রেখেছিলাম। এরপর সুযোগ এসেছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি। উল্টো ওরা সুযোগ পেয়েই ম্যাচ বের করে নিয়েছে।”
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম