ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮৩ রানে উড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সাত উইকেটে হারের পর এমন দুর্দান্ত প্রত্যাবর্তনে টাইগার শিবিরে এখন উজ্জীবিত আত্মবিশ্বাস। সিরিজের শেষ ম্যাচ সামনে রেখে সিরিজ জয়ের আশায় বুক বাঁধছেন শামীম হোসেন পাটোয়ারি।
রবিবারের জয়ে টাইগারদের আত্মবিশ্বাস ফিরে এসেছে বলে জানিয়ে শামীম বলেন,'সবার আগে জয়টাই সবচেয়ে আনন্দের। সিরিজ এখন ১-১ এ সমতা, তাই এই জয় আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমরা যদি এই ছন্দ ধরে রাখতে পারি, তাহলে সিরিজ জেতা সম্ভব।'
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন অধিনায়ক লিটন দাস ও শামীম হোসেন। টস হেরে ব্যাট করতে নেমে লিটন খেলেন ৫০ বলে ৭৬ রানের ঝকঝকে ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দেন শামীম, মাত্র ২৭ বলে ৪৮ রান করে দলের স্কোর নিয়ে যান ১৭৭ রানে।
শুধু ব্যাটেই নয়, বল হাতে এবং ফিল্ডিংয়েও শামীম রাখেন উল্লেখযোগ্য অবদান। দ্বিতীয় ওভারেই তার সরাসরি থ্রোতে রানআউট হয়ে ফেরেন কুশল মেন্ডিস। এরপর বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচে বিদায় দেন আভিস্কা ফার্নান্দোকেও। এতে ৫ ওভারের মধ্যেই শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় মাত্র ২৫/৩।
বাংলাদেশের বোলারদের সম্মিলিত আগ্রাসনে ১৫.২ ওভারে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মাত্র ৯৪ রানে থামে স্বাগতিকদের ইনিংস, যা টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়।
লিটনের ইনিংসকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে আখ্যা দিয়ে শামীম বলেন, 'টি-টোয়েন্টিতে ভালো শুরু খুব জরুরি। লিটন দাসের ইনিংস আমাদের আত্মবিশ্বাস দিয়েছে এবং বড় স্কোর গড়তে সহায়তা করেছে।'
মাঝের ওভারে ব্যাটিং কিছুটা মন্থর হওয়া নিয়ে প্রশ্ন উঠলেও সেটিকে কৌশলের অংশ বলেই ব্যাখ্যা দিলেন শামীম,'সবসময় আগ্রাসী খেলা যায় না। তখন আমাদের লক্ষ্য ছিল উইকেট ধরে রাখা। লিটন-হৃদয়ের জুটি খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ পরে আমাদের হাতে বেশ কয়েকজন পাওয়ার হিটার ছিল।'
১৬ জুলাই কলম্বোতে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি এখন কার্যত সিরিজ ফাইনাল। এই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।
বিডি প্রতিদিন/মুসা