নতুন ফরম্যাটে আয়োজিত ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রবিবারের (১৩ জুলাই) ফাইনালে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ঘরে তোলে ব্লুজরা। ফাইনালের পর ফিফা প্রকাশ করেছে টুর্নামেন্টের সেরা একাদশ। যেখানে প্রাধান্য পেয়েছেন ফাইনালে ওঠা দুই দলের খেলোয়াড়রা।
তবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স, পালমেইরাস ও সৌদি আরবের ক্লাব আল হিলালও এবারের আসরে নজর কাড়ে পারফরম্যান্স দিয়ে। ফ্লুমিনেন্স জায়গা করে নেয় সেমিফাইনালে, যেখানে তারা চেলসির কাছে হেরে বিদায় নেয়। পালমেইরাস ও আল হিলাল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় যথাক্রমে চেলসি ও ফ্লুমিনেন্সের বিপক্ষে হেরে।
নকআউট পর্বে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলায় এসব ক্লাবের কয়েকজন খেলোয়াড় জায়গা পেয়েছেন সেরা একাদশে।
বিশেষ করে আলো কেড়েছেন ফ্লুমিনেন্সের তরুণ ফরোয়ার্ড হারকিউলিস, যিনি বদলি হিসেবে নেমে দুই নকআউট ম্যাচেই গোল করেন। অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভাও তার দলকে সেমিফাইনালে তুলতে রাখেন বড় ভূমিকা। এদিকে চেলসির মিডফিল্ডার কোল পালমার ও এনজো ফার্নান্দেজ ছিলেন দুর্দান্ত ফর্মে, যার ফল মিলেছে একাদশেও।
পিএসজি থেকে সেরা একাদশে আছেন ডিফেন্ডার মার্কিনিয়োস, রাইট ব্যাক আশরাফ হাকিমি ও মিডফিল্ডার ভিতিনহা। গোলরক্ষকের পজিশনে রাখা হয়েছে সৌদি ক্লাব আল হিলালের ইয়াসিন বুনোকে, যিনি দুর্দান্ত সব সেভ করে নজর কাড়েন।
ফিফা ঘোষিত ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর সেরা একাদশ: ইয়াসিন বুনো (গোলরক্ষক, আল হিলাল), মার্কিনিয়োস (পিএসজি), থিয়াগো সিলভা (ফ্লুমিনেন্স), আশরাফ হাকিমি (পিএসজি), মার্ক কুকুরেলা (চেলসি), এনজো ফার্নান্দেজ (চেলসি), ভিতিনহা (পিএসজি), পেদ্রো নেতো (চেলসি), কোল পালমার (চেলসি), হারকিউলিস (ফ্লুমিনেন্স), এরিক গার্সিয়া (রিয়াল মাদ্রিদ)।
বিডি প্রতিদিন/মুসা