ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে সহজেই হারিয়ে শুভসূচনা করল দক্ষিণ আফ্রিকা। হারারে স্পোর্টস ক্লাবে সোমবার প্রথম ম্যাচে তারা ৫ উইকেটের সহজ জয় তুলে নেয়।
প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪১ রান করে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা লক্ষ্য ছুঁয়ে ফেলে ২৫ বল হাতে রেখে।
জিম্বাবুয়ে ইনিংসের শুরুটা ছিল ধীরগতির এবং চাপে পূর্ণ। মাত্র ৩৯ রানের মধ্যেই হারিয়ে ফেলে দুই ওপেনারকে। ওপেনার ব্রায়ান বেনেট কিছুটা লড়াই করলেও জর্জ লিন্ডার বোলিংয়ে ৩০ রান করে বিদায় নেন। এরপর রায়ান বার্ল ও অধিনায়ক সিকান্দার রাজা দলের হাল ধরেন। তাদের ৬৬ রানের জুটি কিছুটা স্থিতি দিলেও বার্ল ২৯ রানে আউট হওয়ার পর আবার ছন্দপতন ঘটে।
তবে একপ্রান্ত আগলে রেখে ঝড়ো ব্যাটিং করেন রাজা। ২৮ বলে ৫৪ রানের ইনিংসে ছিল ২টি ছক্কা ও ৩টি চারের মার।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই কিছুটা চাপে পড়ে। অভিষেকে গোল্ডেন ডাক মারেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। দ্রুত ফিরে যান রিজা হেনড্রিকস ও রাসি ফন ডার ডাসেনও।
তবে চতুর্থ উইকেটে অভিষিক্ত রুবিন হারমান ও ডেওয়াল্ড ব্রেভিস দলকে জয়ের পথে নিয়ে যান। তারা মাত্র ৩৭ বলে গড়েন ৭২ রানের জুটি। হারমান ৪৫ রানে বিদায় নিলেও ব্রেভিস খেলে যান দুর্দান্ত এক ইনিংস। মাত্র ১৭ বলে ৫ ছক্কা ও ১ চারে ৪১ রান করে ম্যাচসেরা হন তিনি। শেষ দিকে আরেক অভিষিক্ত কর্বিন বশ ২৩ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।
আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
বিডি প্রতিদিন/মুসা