পিএসজিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতেছে ইংলিশ ক্লাব চেলসি। তবে জয়ের পরও শিরোপার আসল ট্রফিটি যাচ্ছে না লন্ডনে। বরং সেটি স্থায়ীভাবে জায়গা করে নিচ্ছে যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে।
ফাইনালে চেলসির জয়ের দিন মাঠে সরাসরি উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে চেলসির অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন তিনিই। চ্যাম্পিয়ন দলের সঙ্গে উদযাপনেও অংশ নেন তিনি।
এরপরই আসে বিস্ময়কর ঘোষণা। ক্লাব বিশ্বকাপের সম্প্রচারকারী প্রতিষ্ঠান 'ডাজন'-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ফিফা তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছে, ট্রফিটি আর ফিরিয়ে নেওয়া হবে না। সেটি স্থায়ীভাবে থাকবে তার অফিসে। চেলসির জন্য তৈরি করা হবে একটি রেপ্লিকা ট্রফি।
ট্রাম্প বলেন, ''আমি ফিফাকে জিজ্ঞেস করেছিলাম, তোমরা কবে ট্রফিটা নিয়ে যাবে? তারা বলল, 'আমরা কখনোই নিয়ে যাব না। এটা আপনার ওভাল অফিসেই থাকবে।' এরপর তারা সত্যিই আরেকটি ট্রফি বানিয়েছে। এটা ছিল একেবারে রোমাঞ্চকর। এখন ট্রফিটা আমার অফিসে।''
সাক্ষাৎকারে আরও এক চমকপ্রদ মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রে 'সকার' শব্দের পরিবর্তে 'ফুটবল' শব্দ ব্যবহার বাধ্যতামূলক করতে চান তিনি। তার ভাষায়, 'এটা ঐক্যের প্রতীক। সবাইকে একত্রে আনার বিষয়। ফুটবল সম্ভবত সবচেয়ে আন্তর্জাতিক খেলা, যা পুরো বিশ্বকে এক করে দিতে পারে।'
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন ট্রাম্প। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রস্তুতিও শুরু হয়েছে জোরেশোরে। ধারণা করা হচ্ছে, আসন্ন বিশ্বকাপ ফাইনালেও উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
বিডি প্রতিদিন/মুসা