রক্ষণভাগের দুর্বলতায় গত মৌসুমে বেশ ভুগেছিল রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুম শুরুর আগে সেই ঘাটতি পূরণে এখন জোরালোভাবে ডিফেন্সে শক্তি বাড়াচ্ছে ইউরোপের সফলতম ক্লাবটি। এবার পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে তরুণ স্প্যানিশ ডিফেন্ডার আলভারো কারেরাসকে দলে ভিড়িয়েছে লস ব্লাঙ্কোস।
২২ বছর বয়সী কারেরাসের সঙ্গে ছয় বছরের চুক্তি করেছে রিয়াল। আগামী ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত এই মেয়াদ থাকবে।
চলতি গ্রীষ্মকালীন দলবদলে এটিই রেয়াল মাদ্রিদের তৃতীয় রক্ষণভাগের সাইনিং। এর আগে লিভারপুল থেকে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও বোর্নমাউথ থেকে উদীয়মান স্প্যানিশ ডিফেন্ডার ডিন হাউসেনকে দলে টেনেছে ক্লাবটি।
কারেরাসের ফুটবল জীবন শুরু হয়েছিল রিয়াল মাদ্রিদেরই যুব দলে। সেখানে তিন বছর কাটিয়ে ২০২০ সালে তিনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। যদিও মূল দলে সুযোগ পাননি, খেলেছেন কেবল অনূর্ধ্ব-২৩ দলে।
এরপর ধারে খেলেছেন প্রেস্টন নর্থ এন্ড ও স্প্যানিশ ক্লাব গ্রানাডায়। ২০২৪ সালের জানুয়ারিতে ধারে বেনফিকায় যোগ দিয়ে দ্রুতই দলে জায়গা করে নেন। পারফরম্যান্সে মুগ্ধ হয়ে মৌসুম শেষে তাকে স্থায়ীভাবে কিনে নেয় পর্তুগিজ ক্লাবটি।
বেনফিকার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৮ ম্যাচে ৫ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন তিনি। সদ্যসমাপ্ত ক্লাব বিশ্বকাপেও অংশ নেন এই উদীয়মান ডিফেন্ডার।
বিডি প্রতিদিন/মুসা