সব জল্পনার অবসান ঘটিয়ে জর্ডান হেন্ডারসন অবশেষে ফিরলেন ইংলিশ ফুটবলে। ডাচ ক্লাব আয়াক্স ছেড়ে প্রিমিয়ার লিগের দল ব্রেন্টফোর্ডের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ইংল্যান্ড জাতীয় দলের এই অভিজ্ঞ মিডফিল্ডার।
৩৫ বছর বয়সী হেন্ডারসনকে দলে টানার খবর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ব্রেন্টফোর্ড। প্রায় দেড় বছর ইউরোপের বাইরে কাটিয়ে এবং এক মৌসুমের ব্যবধানে দুইটি ক্লাব বদলে ফের নিজের দেশের লিগে ফিরলেন তিনি।
লিভারপুলের হয়ে এক যুগে তিনি জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক শিরোপা। ২০২৩ সালের জুলাইয়ে তিনি পাড়ি জমান সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিফাকে। অনেকেই ভেবেছিলেন, এটাই তার ইউরোপিয়ান ফুটবলের ইতি।
কিন্তু সৌদিতে সময়টা একেবারেই সুবিধার ছিল না হেন্ডারসনের জন্য। মাত্র ছয় মাস পরই সেই অধ্যায় শেষ করে তিনি ২০২৪ সালের জানুয়ারিতে যোগ দেন আয়াক্সে। তবে সেখানে পারস্পরিক সমঝোতায় চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সম্পর্কের ইতি ঘটে।
আয়াক্স ছাড়ার পর থেকেই গুঞ্জন চলছিল ব্রেন্টফোর্ডই হতে যাচ্ছে হেন্ডারসনের পরবর্তী গন্তব্য। শেষ পর্যন্ত সেটাই বাস্তবে রূপ নিল। ফ্রি ট্রান্সফারে ব্রেন্টফোর্ডে যোগ দিয়েছেন তিনি।
দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও ২০২৪ সালের মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইংল্যান্ড দলে ডাক পান হেন্ডারসন, কোচ টমাস টুখেলের অধীনে। তবে ইউরো ২০২৪-এর দলে জায়গা হয়নি তার।
এখন প্রিমিয়ার লিগে নিয়মিত খেলার মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের জন্য জাতীয় দলে নিজের অবস্থান ফের শক্ত করতে পারবেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।
বিডি প্রতিদিন/মুসা