কলম্বোয় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শীলঙ্কা। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচে শুরুতে ফিল্ডিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুইটি পরিবর্তন আনা হয়েছে। দলে সুযোগ হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন শেখ মেহেদী ও তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
একইভাবে দুইটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কাও। জায়গা হারিয়েছেন আভিস্কা ফার্নান্দো ও চামিকা করুণারত্নে। তাদের জায়গায় ফিরেছেন অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিস।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, দিনেশ চান্ডিমাল, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, মহীশ তিকশানা, জেফ্রি ভানডারসে, বিনুরা ফার্নান্দো, নুয়ান তুষারা।