ঢাকা সেনানিবাসস্থ আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে ‘৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন- ২০২৫’ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আয়োজিত এবং আরএফএল ও এসিআই কোম্পানির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টে ছেলেদের Professional Squash Association (PSA) চ্যালেঞ্জ ট্যুর ২০২৫ এবং মেয়েদের World Squash Fedaration (WSF) ও PSA স্যাটেলাইট টুর্নামেন্ট ২০২৫ শীর্ষক দুটি প্রতিযোগিতা একসঙ্গে অনুষ্ঠিত হয়। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় বাংলাদেশসহ ইরান, মালয়েশিয়া, কুয়েত, ভারত ও শ্রীলংকার পেশাদার খেলোয়াড়রা অংশ নেন।
সমাপনী দিনে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচসমূহ শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে স্কোয়াশ খেলাটিকে নতুন প্রাণ ও গতি দেওয়ার এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়দের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনকে সেনাবাহিনী সহায়তা করে যাবে ইন-শা-আল্লাহ।
সমাপনী অনুষ্ঠানে দেশি ও বিদেশি খেলোয়াড়রা ছাড়াও অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, জিওসি লজিস্টিকস্ এরিয়া, স্কোয়াশ ফেডারেশনের সভাপতি ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফসহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম