২৫ অক্টোবর, ২০২১ ১১:২৪

পাকিস্তানের বিপক্ষে কোহলিদের লজ্জার হার; কী বলছে ভারতের মিডিয়া?

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে কোহলিদের লজ্জার হার; কী বলছে ভারতের মিডিয়া?

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে অন্যতম শক্তিশালী দল ভারত। তবে টুর্নামেন্টের শুরুটা মোটেও ভালো হয়নি বিরাট কোহলির দলের। রোহিত শর্মা, কে এল রাহুল, জাশপ্রীত বুমরাহ, মোহম্মদ শামির মতো বিশ্বমানের ক্রিকেটার থাকা সত্ত্বেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে রবিবার কার্যত অসহায় আত্মসমর্পণ করতে হয় টিম ইন্ডিয়াকে। বাবর আজমের দলের কাছে একেবারে ১০ উইকেটে উড়ে যায় ভারত। 

এমন হারের পর থেকে টিম ইন্ডিয়ার তীব্র সমালোচনা চলছে ভারতীয় মিডিয়ায়। শোচনীয় পরাজয়ের চুলচেরা বিশ্লেষণ চলছে। বিরাট কোহলি ও ভারত দলের কোচ রবি শাস্ত্রীকে ধুয়ে দিচ্ছেন ভারতীয় ক্রীড়া সাংবাদিকরা। 

কলকাতার জনপ্রিয় গণমাধ্যম ভারতের এই হারকে ‘গো হারা’ বলে উল্লেখ করেছে। বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারত চূর্ণ হয়েছে লিখে ১০ উইকেটে হারকে বিরাট লজ্জার পরাজয় বলা হয়েছে। ভারতের ১১ জনের মধ্যে ছজন শূন্য নম্বর দিয়েছে কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারের অনলাইন সংস্করণ।

তারা শিরোনাম করেছে, ভারতের ১১ জনের মধ্যে ছ’জন পেলেন শূন্য, নম্বর দিল আনন্দবাজার অনলাইন।

পশ্চিমবঙ্গের আরেক গণমাধ্যম জি-নিউজ শিরোনাম করেছে, ‘এই ৭ ভুলেই ভরাডুবি টিম ইন্ডিয়ার, লজ্জার হারের নেপথ্যের ব্যাখ্যা কী?’

হিন্দুস্তান টাইমস শিরোনাম করেছে, ‘পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় ওপেনাররা, ১১ বছর পর ঘটল অযাচিত ঘটনা।’

এ ছাড়া পাক পেসার শাহিন শাহ আফ্রিদিকে ভারতের ব্যাটারদের ত্রাস হিসেবে লিখেছেন তারা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর