শিরোনাম
২৬ অক্টোবর, ২০২১ ১৭:০১

সোশ্যাল মিডিয়াজুড়ে মুশফিকের ‌‘আয়নাবাজি’

অনলাইন ডেস্ক

সোশ্যাল মিডিয়াজুড়ে মুশফিকের ‌‘আয়নাবাজি’

মুশফিকের সেই ‘আয়নায় মুখ দেখা’র কথা তো এখন সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রল। ছবি- ফেসবুক থেকে সংগৃহীত। ইনসেটে মুশফিকুর রহিম

বিশ্বকাপে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। এই ৩৬ রান করলেও জেতাতে পারেননি দলকে। পরের ম্যাচে ওমানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছিলেন ৮ নম্বরে।

মুশফিকুর রহিমের ওপর একটা চাপ ছিল ছন্দে ফেরার। সহ্য করতে হয়েছে সমালোচনাও। এরপর সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ নম্বরে নেমে ৩৭ বলে ৫৭ রানের ইনিংস খেলেন মুশফিক। এরপরই ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সমালোচকদের পরামর্শ দিয়ে মুশফিক বলেন, ‘আর যারাই এমন কথা বলেন, তাদের নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত। কারণ, তারা বাংলাদেশের হয়ে খেলে না, আমরাই খেলি। শুধু আমি না, ১৬ বছর ধরে যারা খেলছেন কিংবা তারও আগে থেকে, যারা টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগেও খেলেছেন, সবাই কিছু করার চেষ্টা করেছেন। কোনো দিন হয়, কোনো দিন হয় না। তবে দিনের শেষে আমরা দেশের প্রতিনিধিত্ব করি, আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় এটিই।’

এদিকে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ১৩০ রানের বিশাল জয় পায়া আফগানিস্তান, যা টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ জয়। আফগানরা যাদের হারিয়েছে, সেই স্কটল্যান্ডের কাছেই মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশ। আইসিসির সহযোগী এই দেশের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি ২১ বছর ধরে টেস্ট খেলা বাংলাদেশ। 

এরপরই দেশজুড়ে ফের শুরু হয় সমালোচনা। মুশফিকের সেই ‘আয়নায় মুখ দেখা’র কথা তো এখন সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রল।

মুশফিকের সেই বক্তব্য নিয়ে এখন সোশ্যাল সাইটে ট্রল হচ্ছে অবিরাম। শামীম আহমেদ ফেসবুকে লিখেছেন, ‘বাসায় আয়না নেই, আয়না কিনতে যাচ্ছি। কারণ, মুশফিক ভাই আয়নায় চেহারা দেখতে বলেছেন।’

রায়হান লিখেছেন, ‘আয়নায় মুখ দেখছি। কারণ, মুশফিকুর রহমান ভাই বলেছেন, সমালোচনা করার আগে আয়নায় মুখ দেখা উচিত।’

সাজু আহমেদ লিখেছেন, ‌‘মুশফিকুর রহিম..! তাই আয়নায় মুখ দেখছি....।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর