১৫ নভেম্বর, ২০২১ ০১:৩৭

বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারি হাসারাঙ্গা

অনলাইন ডেস্ক

বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারি হাসারাঙ্গা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এসে শিরোপা জয়ের স্বাদ পেল ওয়ানডেতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি শিরোপা জিতে অস্ট্রেলিয়া।

টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন শ্রীলঙ্কার স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা।

ডানহাতি এ স্পিনার এবারের আসরে ৮ ইনিংসে নিয়েছেন ১৬ উইকেট। এর মধ্যে নেদারল্যান্ডসের সঙ্গে ছিল তার সেরা বোলিং। সেদিন মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।

তবে মূল পর্বে বোলারদের মধ্যে উইকেট নেওয়ার বিচারে সেরা অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দু’জনই সাত ম্যাচে মোট ১৩টি করে উইকেট নিয়েছেন। জাম্পার বোলিং গড় ১২.০৭, বোল্টের গড় ১৩.০০। 

জাম্পার সেরা স্পেল ছিল বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচে মাত্র ১৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৫টি উইকেট। অন্যদিকে, বোল্ড সুপার টুয়েলভে আগুনে বোলিংয়ের মাধ্যমে নাস্তানাবুদ করেছেন ব্যাটারদের। তিনি ফাইনালেও পেয়েছেন দুইটি উইকেট।

এছাড়া ১১টি করে উইকেট নিয়ে রয়েছেন সাকিব আল হাসান ও জস হ্যাজেলউড। সাকিবের বোলিং গড় ১১.১৮ এবং হ্যাজেলউডের গড় ১৫.৯০। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর