সৌদি ক্লাব আল-নাসরে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা ব্যর্থতায় ক্লাব কর্তৃপক্ষ আপাতত চুক্তি নবায়নের আলোচনা স্থগিত রেখেছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম Marca।
সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, আল-ইত্তিহাদের কাছে ৩-২ গোলের পরাজয়ের পরই আল-নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি নবায়নের আলোচনা বন্ধ হয়ে যায়। এর আগে এএফসি চ্যাম্পিয়নস লিগ থেকে সেমিফাইনালে কাওয়াসাকি ফ্রন্টেলের কাছে হেরে বিদায় নেয় দলটি।
সূত্র জানায়, রোনালদো দুই বছরের নতুন চুক্তিতে আগ্রহী ছিলেন। কিন্তু টানা ব্যর্থতায় তিনি নতুন করে ভাবতে শুরু করেছেন। ক্লাবের পক্ষ থেকেও তাকে ধরে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
২০২৩ সালের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দেন রোনালদো। তাকে কেন্দ্র করেই সৌদি প্রো লিগের বিশ্বব্যাপী প্রচারণা চালানো হয়। তবে দুই বছরেও কোনো শিরোপা জিততে পারেনি তার দল।
এই ব্যর্থতায় রোনালদোর হতাশা এখন চরমে। Marca জানায়, রোনালদোর পক্ষ থেকেও এখন চুক্তি নবায়ন নিয়ে দ্বিধা রয়েছে।
তবে অবসর নেওয়ার ভাবনায় নেই রোনালদো। তার লক্ষ্য, প্রতিযোগিতামূলক ফুটবলে ১,০০০ গোলের মাইলফলক ছোঁয়া। এখন পর্যন্ত তার গোলসংখ্যা ৯৩৪। নিজের এই লক্ষ্যের কথা তিনি বহুবার প্রকাশ্যে বলেছেন।
প্রশ্ন এখন একটাই—এই লক্ষ্য পূরণের যাত্রা কি আল-নাসরের হয়েই চলবে, নাকি শুরু হবে নতুন কোনো ক্লাবে?
বর্তমানে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় আল-নাসর রয়েছে চতুর্থ স্থানে, যা তাদের সরাসরি এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা করে দিচ্ছে না। আগামী সোমবার আল-আখদুদের বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন রোনালদো। তবে তার মানসিকতায় এখন স্পষ্টই একটি বড় সিদ্ধান্তের প্রস্তুতি।
বিশ্ব ফুটবল প্রেমীদের মাঝে এখন একটি প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে—রোনালদোর পরবর্তী গন্তব্য কোথায়?
বিডি প্রতিদিন/জামশেদ