নারায়ণগঞ্জের আড়াইহাজারে জোর করে জায়গা দখলকে কেন্দ্র করে অপমান সহ্য করতে না পেরে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার বিকেলে মৃতের স্ত্রী জামেলা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় অভিযোগ দায়ের করেছেন।
এর আগে, শনিবার রাতে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, মৃত বিল্লাল হোসেনের বাড়ি-ঘরে গত ৮ মে সকালে একই গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে আলমগীর, মৃত আবুল হোসেনের ছেলে হাসানাত, খায়ের গং হামলা চালায়। সেই সাথে বাড়িঘর ভাঙচুর করে জবর দখল করে তারা। হামলার সময় বিল্লালের ঘর থেকে এক ভরি ওজনের স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটপাট করে এবং ভাঙচুর করে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি সাধন করে হামলাকারীরা।
এরপর শনিবার সকালে বিল্লাল এবং তার স্ত্রী জামেলা আক্তার তাদের বাড়ির সামনে অবস্থানকালে আলমগীর গং তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের বাড়িঘর নাই বলে ছোট করে কথা বলে। এতে অপমান সহ্য করতে না পেরে বিল্লাল হোসেন কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহত বিল্লাল হোসেনের স্ত্রী জামেলা আক্তার বাদী হয়ে আলমগীর, হাসনাত, খায়েরসহ ছয়জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে অভিযুক্ত খায়ের জানান, জমি বিষয়ে আগেই মীমাংসা হয়ে গেছে। স্ত্রীর সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন বলেন, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই