ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা চলছেই। গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে সাহায্য নেওয়ার সময় নিহত হয়েছেন ২৫ জনের বেশি — জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজার একমাত্র ক্যাথলিক চার্চে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে, আহত হয়েছেন আরও ১০ জন — জানিয়েছে জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্কেট।
সিরিয়ায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দা জানানো অব্যাহত রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান এই বোমা হামলাগুলোকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব হামলার পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলকে সামরিকীকরণমুক্ত রাখা এবং দেশটিতে বসবাসকারী দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলা ঠেকানোর জন্য ইসরায়েল সামরিক পথ অব্যাহত রাখবে।
এদিকে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে কট্টর ডানপন্থী দুই ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভির এবং বেজালেল স্মোত্রিচকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করে কালো তালিকাভুক্ত করেছে স্লোভেনিয়া। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম