প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোন-৬ ও আইফোন-৬এস মডেলের হ্যান্ডসেটের বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। বেইজিংয়ের ইন্টেলেকচ্যুয়াল প্রপার্টি অফিস এ অভিযোগ আছে। এতে বলা হয়, চীনের সেনজেনভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান বেইলির ১০০সি মডেলের প্যাটেন্ট নকল করে অ্যাপলের আইফোন-৬ এবং আইফোন-৬এস মডেলের হ্যান্ডসেট তৈরি করা হয়েছে।
এর প্রেক্ষিতে চীনের রাজধানী বেইজিংয়ে অ্যাপলের এই দুই মডেলের হ্যান্ডসেট বিক্রিতে স্থগিতাদেশ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে আইফোন-৬ এবং আইফোন-৬এস মডেলের হ্যান্ডসেটের বিক্রি অব্যাহত রাখতে হাইকোর্ট আপিল করেছে অ্যাপল কর্তৃপক্ষ। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/১৯ জুন ২০১৬/শরীফ