কিছুটা সাপের মতোই যেন৷ তবে সে এক আস্ত রোবট৷ থ্রি ডি প্রিন্টেড এই ছোট্ট রোবট সর্পিল গতিতে ঢুকে পড়বে আপনার ক্ষুদ্রান্তে, তুলে নিয়ে আসবে পরিপাকতন্ত্রের ছবিও৷ তবে পিল ক্যামেরাও ক্ষুদ্রান্তে পৌঁছাতে পারে, কিন্তু সমগ্র পরিপাকতন্ত্র ঘুরতে তার সময় লাগে প্রায় ১২ঘন্টা৷ গবেষকরা জানিয়েছে এসএডব্লিউ নামের এই রোবট অত্যন্ত নরম জায়গার মধ্যেও চলতে সক্ষম৷
ইসরাইলের এক বিশ্ববিদ্যালয়ের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের মতে, কখনও কখনও এই পিল ক্যামেরা কিছু কিছু স্থানে গিয়ে ফেঁসে যায়৷ আর সেখানে এর ব্যাটারি শেষ হয়ে গেলে চিকিৎসকদের কাছে অনুসন্ধান বা গবেষণার জন্য কোনও ডেটা বা তথ্য থাকে না৷ এই পিল ক্যামেরা থেকে বেশি নমুনাও সংগ্রহ করা সম্ভব নয়৷
অন্যদিকে এই এসএডব্লিউ রোবট সর্পিল গতিতে যাওয়ার জন্য অনেক দূরের পথ পাড়ি দিতে পারে, খুব কম সময়ে৷ গবেষকরা একটি মোটর ব্যবহার করে সহজ ডিজাইনের এই রোবট তৈরি করেছেন। সাপের মতো এই রোবট ইন্টারলকিং থ্রি ডি প্রিন্টেড প্লাস্টিকের টুকরো দিয়ে তৈরি৷ আশা করা হচ্ছে, এমন ক্যামেরা থাকা রোবট পরবর্তী সময়ে কোলনোস্কপিতেও ব্যবহার করা যেতে পারে৷
বিডি-প্রতিদিন/এস আহমেদ