দিন যত যাচ্ছে এটিএম কার্ডের জনপ্রিয়তা ততই বেড়ে চলেছে। এক্ষেত্রে, নগদ টাকা নিয়ে চলাচলের ঝামেলা যেমন নেই তেমনি প্রয়োজন হলেই কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার সুবিধাও আছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর চার অঙ্কের পিন নম্বর। কার্ডের চার অঙ্কের পিন যতক্ষণ সুরক্ষিত, আপনার টাকাও ততক্ষণ সুরক্ষিত।
কিন্তু এই নম্বরটি চার অঙ্কেরই কেন হয়! এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। আর এর পেছনের রহস্যটাও বেশ মজার।
এটিএম বা অটোমেটেড টেলারিং মেশিনের প্রথম ব্যবহার শুরু হয় ১৯৬৭ সালে। এই মেশিন তৈরিতে সবার আগে নাম উঠে আসে স্কটিশ বিজ্ঞানী জন অ্যাড্রিয়ান শেফার্ড-ব্যারনের। তিনি প্রথমে এটিএম কার্ডের পিনের ক্ষেত্রে ৬ সংখ্যার কথা ভেবেছিলেন, কিন্তু তাঁর স্ত্রী ক্যারোলিন একথা শুনেই বেঁকে বসেন। কারণ, ৬ সংখ্যার পাসওয়ার্ড মনে রাখা তাঁর পক্ষে বেশ সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। তাঁর অনুরোধেই অ্যাড্রিয়ান ৪ সংখ্যার পিন দেন। আর তখন থেকে সেটাই চলে আসছে।
তবে অনেক ব্যাংক নাকি ৬ সংখ্যার পিনকোড আজকাল ব্যবহার করছে। কিন্তু বেশিরভাগক্ষেত্রেই ৪ সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে।
বিডি-প্রতিদিন/৮ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ