প্রযুক্তি নির্ভর এই যুগে যোগাযোগের অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ। এখানে ভুল করে অন্য কাউকে মেসেজ পাঠিয়ে দিলে তা ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশন দিয়ে ডিলিট করা যায়। কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো, ৭ মিনিটের বেশি হয়ে গেলে মেসেজটি আর ডিলিট করা যাবে না! তবে এবার এর সমাধান হতে চলেছে। সময়সীমা বাড়ছে মেসেজ ডিলিট করার ক্ষেত্রে।
একটি টেকনোলজি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারটি গত বছর নভেম্বর মাসে প্রকাশ্যে আসে। লঞ্চ হওয়ার পরেই জনপ্রিয় হয়ে ওঠে এই ফিচারটি। কাউকে ভুল করে মেসেজ পাঠালে, প্রেরক চাইলে ৭ মিনিটের মধ্যে মেসেজ ডিলিট করতে পারবেন। কিন্তু এই সময় খুবই অল্প বলে অভিযোগ জানাচ্ছিলেন গ্রাহকরা। এবার গ্রাহকদের কথা মাথায় রেখেই সেই ফিচারে বদল আনল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
ওই ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এবার থেকে সেই সময়সীমা বাড়িয়ে ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড করে দেওয়া হয়েছে। ফলে মেসেজ পাঠানোর পরেও ডিলিট করতে হাতে ঘণ্টা খানেক সময় পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল ২০১৮/ওয়াসিফ