সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে। এত বড় কেলেঙ্কারি সামনে পড়েছেন ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের সম্মুখে জাকারবার্গ অবতীর্ণ হয়ে একের পর এক তীক্ষ্ম প্রশ্নের উত্তর দিয়ে গেলেন।
৪৪ জন সিনেটর প্রশ্নে নিজস্ব মত তুলে ধরতে গিয়ে বেশ কিছু জায়গায় হোঁচটও খান জাকারবার্গ। তেমনই ১০ প্রশ্ন-
১. রাশিয়া এবং চীন সরকারের কাছে ফেসবুক ডেটা রয়েছে? যেমন ক্যামব্রিজ অ্যানালিটিকার ক্ষেত্রে দেখা গেছে?
২. যখন ডেটা বিক্রি করা হচ্ছে তখন ফেসবুক ব্যবহারকারীদের অনুমতি নেওয়া জরুরি নয়?
৩. ফেসবুক ব্যবহারকারীদের ডেটা থেকে অর্থ উপার্জন করছেন (জুকারবার্গ) অথচ তাদের তাদের ডেটার মালিক বলা হচ্ছে, এটা কি করে সম্ভব?
৪. কোন ধরনের তথ্য ফেসবুক সংগ্রহ করছে এবং কাকে বিক্রি করছে?
৫. ফেসবুকের রেকর্ডেই রয়েছে তথ্য ফাঁসের বিষয়টি, আর জুকারবার্গ ১৪ বছর ধরে ক্ষমা চেয়ে বসেছেন…!
৬. হেট স্পীচ-এর বিষয়ে কি জুকারবার্গ জবাব দিতে পারবেন?
৭. কোন ধরনের ডেটা সার্ভারের স্টোর করা হয়? টেক্সট হিস্ট্রি, অ্যাক্টিভিটি, ডিভাইস লোকেশন-ও কি স্টোর করা হয়?
৮. ব্যবহারকারীদের আশহ্কা- তাদের ব্রাউজিং হিস্ট্রিও ট্র্যাক করা হয়েছে।
৯. ব্যবহারকারীদের কেন বলা হচ্ছে না যে কিভাবে তাদের ডেটা ব্যবহার করা হচ্ছে?
১০. জনগণের পলিটিক্যাল ওরিয়েন্টশনের কথা কি জানেন মার্ক জাকারবার্গ ?
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৮/আরাফাত