আরও একবার পৃথিবীর ভয়ঙ্কর ক্ষতির সম্ভাবনার অনুমান করলেন বিশেষজ্ঞরা। চলতি মাসেই নাকি ধেয়ে আসবে 'নিবিরু' বা 'ডেথ প্ল্যানেট'। এমনটাই জানিয়েছেন, ডেভিড মিডে নামে এক বিশেষজ্ঞ। সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেই নাকি তিনি এই অনুমানের কথা বলেছেন।
ওই ব্যক্তি জানিয়েছেন, পৃথিবীর আকাশে নিবিরু-কে দেখা যাবে ২৩ এপ্রিল। আর অক্টোবরে পৃথিবীর গা ঘেঁষে যাবে এটি। যার ব্যাপক প্রভাব পড়তে পারে পৃথিবীতে।
ওই ব্যক্তি এক সাক্ষাৎকারে আরও জানান, ২৩ এপ্রিল রাত ১২টায় দেখা যাবে সেই দৃশ্য। ওইদিন রাতে সুর্য, চাঁদ আর জুপিটার একইসঙ্গে একটা রূপ তৈরি করবে। যেন এক মহিলা। যার গায়ের পোশাক হবে সূর্য, পায়ের তলায় থাকবে চাঁদ। আর মাথায় থাকবে ১২টি নক্ষত্রের মুকুট।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৮/আরাফাত