৭ এপ্রিল, ২০২১ ১১:১৩

হ্যাকারের কবলে অ্যাপল, আইফোন-প্যাড আপডেটের পরামর্শ

অনলাইন ডেস্ক

হ্যাকারের কবলে অ্যাপল, আইফোন-প্যাড আপডেটের পরামর্শ

হ্যাকারের কবলে পড়েছে অ্যাপল। সম্প্রতি কোম্পানিটির আইফোন ও আইপ্যাডের নিরাপত্তাত্রুটি খুঁজে বের করেছে গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ। সেই ত্রুটি কাজে লাগানো শুরু করেছে হ্যাকাররা। যার প্রভাব পড়েছে অ্যাপলের ওয়েবকিট ব্রাউজার ইঞ্জিনে।

তাই জরুরি ভিত্তিতে আইফোন ও আইপ্যাডের অপারেটিং সিস্টেমের জন্য নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল। আইফোনের আইওএস ১৪.৪.২ ও আইপ্যাডের আইপ্যাডওএস ১৪.৪.২  হিসেবে পাওয়া যাবে।

নিরাপত্তা ত্রুটির কথা চিন্তা করে পুরোনো সংস্করণের অ্যাপল ডিভাইসগুলোতেও হালনাগাদ সংস্করণ প্রকাশ করা হয়েছে। আইফোন ৫এস, আইফোন ৬, আইফোন ৬ প্লাস, আইপ্যাড এয়ার, আইপ্যাড মিনি ২, আইপ্যাড মিনি ৩ এবং ষষ্ঠ প্রজন্মের আইপড টাচের জন্য আইওএস ১২.৫.২ সংস্করণ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

অ্যাপল বলছে, যদি উপরের কোন ডিভাইস আপনার থাকে তাহলে দ্রুত সফটওয়্যার হালনাগাদ করুন। এজন্য আইফোন ও আইপ্যাডে সেটিংস থেকে জেনারেল > সফটওয়্যার আপডেটে যেতে হবে। সেখান থেকেই হালনাগাদ করা যাবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর