১৫ সেপ্টেম্বর, ২০২১ ১৪:২৪

অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক এবার নভোচারী!

অনলাইন ডেস্ক

অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক এবার নভোচারী!

স্টিভ ওজনিয়াক

মহাকাশ অভিযানে জেফ বেজোস, ইলোন মাস্ক, রিচার্ড ব্র্যানসনের পর এবার যুক্ত হয়েছে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের নাম। 

এক টুইটে ওজনিয়াক গতকাল মঙ্গলবার জানান, তিনি একটি প্রাইভেট স্পেস কোম্পানি তৈরি করতে চলেছেন। নতুন এ কোম্পানির নাম হবে প্রাইভেটিয়ার। আবার নতুন কোম্পানিটির ওয়েবসাইটে বলা হয়েছে, আকাশের কোনো সীমানা নেই। অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে হাওয়াই দ্বীপপুঞ্জে শুরু হওয়া একটি প্রযুক্তি সম্মেলনের ঘোষণা, যেখানে অংশ নিচ্ছে প্রাইভেটিয়ার।

প্রাইভেটিয়ার মূল লক্ষ্য হবে মানব জাতির জন্য মহাকাশ অভিযান নিরাপদ ও সহজলভ্য করে তোলা। তবে স্টিভ এখানে একা নন। তার সঙ্গে অন্যদের মধ্যে রয়েছে রিপকর্ডের সহপ্রতিষ্ঠাতা অ্যালেক্স ফিল্ডিং।

টুইটারে শেয়ার করা ভিডিওতে আরও একটি বিশেষ বার্তা দিয়ে ওজনিয়াক ক্যাপশনে বলেন, একসঙ্গে আমরা অনেক দূর যাব। ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভারে বলা হয়, একসঙ্গে আমরা অনেক দূর যাব। একে অন্যের খেয়াল রাখব। আমরা মানুষ এবং এটা আমাদের ওপরেই নির্ভর করে যে কোনটা সঠিক, কোনটা ভালো। তাই আমাদের যা আছে তার যত্ন নেয়া প্রয়োজন, যাতে আগামী প্রজন্ম একসঙ্গে আরো ভালো থাকে।

সূত্র: টেক রাডার

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর