২২ মার্চ, ২০২৩ ০৬:১১

স্যামসাং গ্যালাক্সি এম১২

অনলাইন ডেস্ক

স্যামসাং গ্যালাক্সি এম১২

স্মার্টফোনের বাজারে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিকস নির্মাতা প্রতিষ্ঠান, স্যামসাং একটি সুপরিচিত নাম। স্যামসাং মোবাইল ফোনের দাম হাতের নাগালে থাকার পাশাপাশি ইউজার এক্সপেরিয়েন্স ভালো হওয়ার কারণে আমাদের দেশেও স্যামসাং এর ফোন বেশ জনপ্রিয়। বিশেষ করে স্যামসাং এর এ সিরিজ ও এম সিরিজের ফোনসমুহ বাজারে আনার পর থেকে ব্যবহারকারীদের মন জয় করে নেয় ফোনগুলো। 

স্যামসাং গ্যালাক্সি এম১২ ডিভাইসের ব্যাক কাভারে যুক্ত করা হয়েছে ডায়াগোনাল লাইন। যা একদিকে ব্যাক কাভারের সৌন্দর্য বাড়াবে, আবার গ্রিপ হিসেবেও কাজ করবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৯০ হাটর্জ রিফ্রেশ রেটের মতো উন্নত ফিচার। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ (৭২০x১৬০০) ডিসপ্লে এবং এক্সিনোস ৮৫০ চিপসেট।

ডিভাইসটিতে রয়েছে কোয়াড-ক্যামেরা সেটআপ। রয়েছে ৪৮ মেগাপিক্সেল ওয়াইড, ৫ মেগাপিক্সেল আলট্রাওয়াইড, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা ব্যবহারকারীদের চমৎকার ছবি তোলার নিশ্চয়তা দিবে। জমকালো ছবি তোলা নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।  


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর