২ ফেব্রুয়ারি, ২০২৪ ২০:১৪

মামলা খেল ইলন মাস্কের টেসলা

অনলাইন ডেস্ক

মামলা খেল ইলন মাস্কের টেসলা

এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ২৫টি কাউন্টিতে মামলার মুখোমুখি হয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।

কোম্পানিটির বিরুদ্ধে অঙ্গরাজ্যজুড়ে বিভিন্ন কারখানার বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা ঠিক মতো না করার অভিযোগ আনা হয়েছে।

ক্যালিফোর্নিয়াভিত্তিক স্যান ওয়াকিন কাউন্টি সুপিরিয়র কোর্টে মামলাটি দায়ের করা হয়েছে।

ইলন মাস্কের কোম্পানিটির সাথে কয়েক মাসের আলোচনা ভেঙে যাওয়ার পরে দায়ের করা এই মামলায় টেসলাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। সাথে সঠিকভাবে বর্জ্য অপসারণের জন্য তাদের বাধ্য করা হতে পারে।

জানা গেছে এই মামলায় প্রতিদিন প্রতিবার আইন লঙ্ঘনের জরিমানা হতে পারে ৭০ হাজার ডলার।

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর