বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বজুড়ে পরিচিতি টিভি চ্যানেল 'কার্টুন নেটওয়ার্ক'-এর অফিশিয়াল ওয়েবসাইট।
গত ৮ আগস্ট ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি (ডাব্লুবিডি) এ সিদ্ধান্ত নেয়। তবে দর্শকরা এখনও টিভি এবং সংযুক্ত অ্যাপ্লিকেশনে কার্টুন নেটওয়ার্কের অনুষ্ঠান দেখতে পারবেন।
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে স্ট্রিমিং ওয়েবসাইট 'বুমেরাং' বন্ধ হয়ে যাবে এমন ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পর কার্টুন নেটওয়ার্কের ওয়েবসাইট বন্ধেরও ঘোষণা দিল ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি । প্রতিষ্ঠানটি ব্যয় হ্রাস এবং ভক্তদের পরিবর্তে ম্যাক্সে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন অনেকে।
কার্টুন নেটওয়ার্কের ওয়েবসাইটে ক্লিক করার পর এখন এটি স্ট্রিমিং পরিষেবা ম্যাক্সের ওয়েবসাইটে পুনঃনির্দেশ করে নিয়ে যাচ্ছে। সেখানে সাইনআপ এবং সাবস্ক্রিপশনের পরই দর্শকরা তাদের প্রিয় অনুষ্ঠান দেখতে পারছেন।
সূত্র : ভ্যারাইটি
বিডি প্রতিদিন/জুনাইদ