এবার ইউরোপজুড়ে মোবাইল ফোন ও ছোট ডিভাইসে ইউএসবি-সি চার্জিং প্রযুক্তির বাধ্যতামূলক ব্যবহার কার্যকর হচ্ছে। স্মার্টফোনের চার্জার নিয়ে পাস হওয়া নতুন আইনের আওতায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র এ আইনের লক্ষ্য হচ্ছে ই-বর্জ্যের পরিমাণ কমিয়ে আনা। সেই সাথে বাজারে চার্জার বিভাজন মুছে ফেলা।
ইইউ’র নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান কমিশন ২০২২ সালে সিদ্ধান্ত নেয়, ২০২৫ সাল থেকে সব ধরনের মোবাইল ফোনকে অবশ্যই একটি সর্বজনীন চার্জিং পোর্ট ব্যবহার করতে হবে এবং পরে সিদ্ধান্ত হয় এটি ইউএসবি-সি পোর্ট হওয়া উচিত।
এ নির্দেশিকাটিতে অন্তর্ভুক্ত রয়েছে সব ধরনের মোবাইল ফোন, ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরা, হেডফোন, হেডসেট, ভিডিও কনসোল, পোর্টএবল স্পিকার, ই-রিডার, কিবোর্ড, মাউস, পোর্টএবল নেভিগেশন সিস্টেম ও ইয়ারবাডে।
তবে কিছু ডিভাইস রয়েছে, যেগুলোকে এখনও এই আইনের আওতায় আনা হয়নি। যেমন ড্রোন বা ওয়্যারলেস চার্জার। ইউরোপীয় কমিশন বলেছে, এসব ডিভাইসের তালিকাটি ‘যতটা সম্ভব প্রাসঙ্গিক ও আপডেটেড’ রাখতে ‘বাজারের উন্নয়ন, বিভাজন ও প্রযুক্তিগত অগ্রগতি মূল্যায়ন করবে’।
বিডি প্রতিদিন/নাজমুল