সেমিকন্ডাক্টর ডিজাইনের মাধ্যমে দেশের আইসিটি খাতে অবদান রাখায় পুরষ্কার পেয়েছে সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান উল্কাসেমি। শনিবার (১৭ মে) রাজধানীর বিটিআরসি ভবনে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫’ উপলক্ষ্যে অনুষ্ঠানের অয়োজন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমতায়ন’।
এই অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সম্মননা ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পুরস্কারপ্রাপ্ত তিন প্রতিষ্ঠানের মধ্যে একটি উল্কাসেমি প্রাইভেট লিমিটেড।
উল্লেখ্য যে বর্তমান প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেমিকন্ডাক্টর চিপের ওপর নির্ভরশীল।
বিডি প্রতিদিন/আশিক