বুধবার, ১৮ মে, ২০২২ ০০:০০ টা

শঙ্কার নাম ক্রিপ্টোক্র্যাশ

রকমারি ডেস্ক

শঙ্কার নাম ক্রিপ্টোক্র্যাশ

জনপ্রিয় ক্রিপ্টো টোকেনের মূল্যহ্রাসে ধস নেমেছে বাজারে। ক্রিপ্টো মুদ্রা আর স্টেবলকয়েনের বাজারের অবনতিতে বিনিয়োগকারীরা শঙ্কিত ‘ক্রিপ্টোক্র্যাশ’ নিয়ে। এপ্রিল মাসেই ‘টেরা লুনা’ টোকেনের দাম ছিল ১১৮ ডলার। কিন্তু, সম্প্রতি টোকেনটির দাম নেমে এসেছে .০৯ সেন্টে। এর প্রভাব পড়েছে ‘টেরাইউএসডি’-তে; স্টেবলকয়েন হিসেবে এতদিন স্থিতিশীলই ছিল এর দাম। বিশ্ব অর্থনীতি নিয়ে শঙ্কিত বিনিয়োগকারীরা ক্রিপ্টো মুদ্রা বাজার থেকে বিনিয়োগের অর্থ উঠিয়ে নিচ্ছেন। তাতে ধস নেমেছে বাজারে।

 

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বৈশ্বিক ক্রিপ্টো মুদ্রা বাজারের সম্মিলিত বাজার মূল্য এখন ১ লাখ ১২ হাজার কোটি ডলার, যা গত নভেম্বরের এক-তৃতীয়াংশ। এর মধ্যে ৩৫ শতাংশ দাম পড়েছে গত এক সপ্তাহে। ২০২১ সালের শেষ দিকে সর্বোচ্চ মূল্যের নতুন রেকর্ড গড়েছিল বাজারের বৃহত্তম ক্রিপ্টো মুদ্রা বিটকয়েন। ওই সময়ে প্রতিটি বিটকয়েনের দাম ছিল প্রায় ৭০ হাজার ডলার। কয়েক মাসের ব্যবধানে বিটকয়েনের দাম নেমে এসেছে ২৭ হাজার ডলারের নিচে। টেরাইউএসডির ধস দেখেই বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন বলে বিবিসিকে জানিয়েছেন অর্থনীতিবিদ ফ্রান্সেস কপোলা। স্টেবলকয়েনের লেনদেন ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য নীতিমালা গঠনের আহ্বান জানিয়েছেন একাধিক দেশের জনপ্রতিনিধি ও কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন সিনেট কমিটি বৈঠকে কঠোর নীতিমালার ডাক দিয়েছেন। তিনি বলেন, এটাই চিত্রায়িত হচ্ছে যে এটি একটি দ্রুত বর্ধনশীল পণ্য। আর্থিক স্থিতিশীলতার জন্য অনেক ঝুঁকিও আছে এবং আমাদের একটি জুতসই কাঠামো প্রয়োজন।

সর্বশেষ খবর