সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

স্মার্টফোনে যেভাবে অ্যাডাল্ট সাইট ব্লক করবেন

স্মার্টফোন শিশুদের জন্য নিরাপদ করতে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট সাইটগুলো ব্লক করে দিন

টেকনোলজি ডেস্ক

স্মার্টফোনে যেভাবে অ্যাডাল্ট সাইট ব্লক করবেন

শিশুরাও স্মার্টফোন ব্যবহারে অভ্যস্ত হয়ে পড়েছে। এখন অফলাইন ক্লাস হলেও ইউটিউব বা গুগলে নানান টিউটোরিয়াল দেখে নতুন কিছু শিখতে স্মার্টফোনই ভরসা। তবে শিশুদের হাতে স্মার্টফোন দিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ নেই। যে কোনো সময় অ্যাডাল্ট সাইট বা কনটেন্ট সামনে পরে যেতে পারে শিশুদের। তাই স্মার্টফোন শিশুদের জন্য নিরাপদ করতে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট সাইটগুলো ব্লক করে দিন। এ জন্য প্রথমেই স্মার্টফোনে গুগল প্লে সীমাবদ্ধতা চালু করতে হবে। এটি শিশুকে এ ধরনের অ্যাপ, গেম এবং অন্যান্য ওয়েব রিসোর্স ডাউনলোড করতে বাধা দেবে, যা তার বয়সের জন্য উপযুক্ত নয়। জেনে নিন কীভাবে কাজটি করবেন-

 

>> এ জন্য প্রথমে শিশুর ডিভাইস থকে গুগল প্লে স্টোরে যান।

>> এবার বাম কোণে থাকা সেটিংসে গিয়ে ‘প্যারেন্টাল কন্ট্রোল’ বিকল্পটি দেখতে পাবেন।

>> সেটি ক্লিক করে একটি পিন সেট করুন। অভিভাবকরা এই পিন সেট করে অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেটিং পরিবর্তন করতে পারবেন।

>> একবার পিন সেট হয়ে গেলে প্রতিটি বিভাগের জন্য স্টোরভিত্তিক বয়স রেটিংয়ের ওপর ভিত্তি করে সীমাবদ্ধতা সেট করা যেতে পারে। তবে এ পিনটি সন্তানের সঙ্গে শেয়ার করবেন না।

সর্বশেষ খবর