শিরোনাম
শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ফ্রি সফটওয়্যারেরখোঁজ মিলবে যেখানে

টেকনোলজি ডেস্ক

ফ্রি সফটওয়্যারেরখোঁজ মিলবে যেখানে

এই সাইটে প্রযুক্তি বিশ্বের খবরাখবর, বিভিন্ন প্রযুক্তি পণ্যের রিভিউসহ রয়েছে সফটওয়্যারের একটি বিশাল সংগ্রহ।  সিনেট ডাউনলোড অংশে রয়েছে ৪ লাখেরও বেশি সফটওয়্যার

 

অপারেটিং সিস্টেমের সঙ্গে কিছু সফটওয়্যার দেওয়া থাকলেও কাজের প্রয়োজনে আরও অনেক সফটওয়্যারই দরকার হয় সবার। ইন্টারনেটের সংযোগ থাকলে খুব সহজেই এ সফটওয়্যারগুলো ডাউনলোড করে নেওয়া যায় বিনামূল্যে।

সিনেট : তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট সবার কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ওয়েবসাইট হলো সিনেট। এই সাইটে প্রযুক্তি বিশ্বের খবরাখবর, বিভিন্ন প্রযুক্তি পণ্যের রিভিউসহ রয়েছে সফটওয়্যারের একটি বিশাল সংগ্রহ। সিনেট ডাউনলোড অংশে রয়েছে ৪ লাখেরও বেশি সফটওয়্যার। বিভিন্ন ধরনের ক্যাটাগরি থেকে এখানে বেছে নেওয়া যায় প্রয়োজনীয় সফটওয়্যার। এ ছাড়া নির্দিষ্ট কোনো সফটওয়্যার খুঁজতে চাইলে সার্চ বক্সে তার নাম লিখলেই সংশ্লিষ্ট সফটওয়্যারটি পাওয়া যাবে। এখান থেকে প্রতিদিন প্রায় সাড়ে ৩ মিলিয়ন সফটওয়্যার ডাউনলোড হয়। সাইটটির ঠিকানা download.cnet.com

 

সফট পিডিয়া : উইন্ডোজ, ম্যাক, লিনাক্সসহ মোবাইলের জন্যও নানা ধরনের সফটওয়্যার আর অ্যাপ্লিকেশনের আরেকটি বড় ধরনের সংগ্রহ সফটপিডিয়া। এখানে অবশ্য প্রযুক্তি বিশ্বের নিত্যনতুন খবরাখবরও মিলে থাকে। ২০০১ সালে চালু হওয়া সফটপিডিয়া অনেকের কাছেই সফটওয়্যার ডাউনলোডের অন্যতম নির্ভরযোগ্য একটি ওয়েবসাইট। সফটপিডিয়ারের ঠিকানা :softpedia.com

সফটনিক : ১৯৯৭ সালে চালু হওয়া সফটনিক মূলতই স্পেনের বার্সোলোনাভিত্তিক সফটওয়্যার ডাউনলোড পোর্টাল। স্পেনের সবচেয়ে বেশি ভিজিট করা ডাউনলোড পোর্টাল হচ্ছে সফটনিক। স্প্যানিশ ওয়েবসাইট হলেও সফটনিক রয়েছে  ইংরেজি ভাষাতেও। এখানে সফটওয়্যার প্লাটফরম হিসেবে রয়েছে উইন্ডোজ, ম্যাক, ওএস, পকেট পিসি, ফোন এবং ওয়েব অ্যাপ্লিকেশন। পছন্দের এবং প্রয়োজনের সফটওয়্যার ডাউনলোড করতে আপনি ভিজিট করতে পারেন en.softonic.com ওয়েবসাইটে।

 

সফট ৩২ : বিভিন্ন সফটওয়্যারের সংগ্রহ, সফটওয়্যারের বর্ণনা ও রিভিউসহ প্রয়োজনীয় আরেকটি ওয়েবসাইট হচ্ছে সফট৩২। এখানেও রয়েছে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, মোবাইল এবং আইফোনের জন্য আলাদা আলাদা প্ল্যাটফরমের সফটওয়্যার অ্যাপ্লিকেশন।

সর্বশেষ খবর