সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভ্রমণে যেসব অ্যাপ প্রয়োজন

টেকনোলজি ডেস্ক

ভ্রমণে যেসব অ্যাপ প্রয়োজন

ভ্রমণ মানুষের অন্যতম পছন্দের বিষয়। কেউ নিজ দেশের মধ্যে আবার কেউ পরদেশে ভ্রমণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে ভ্রমণের সময় স্মার্টফোন অন্যতম অনুষঙ্গ।  আর এতে বেশকিছু অ্যাপ আগে থেকে ইনস্টল রাখা জরুরি বলে দ্য সানের খবরে জানানো হয়েছে।

 

> প্রথমেই গুগল ট্রান্সলেট। যে কোনো দেশে ঘুরতে গেলে অ্যাপটি অনেকরকম সহায়তা করবে। বিশেষ করে ভাষা বোঝার ক্ষেত্রে।

> ট্রান্সলেটের পর রয়েছে গুগল ম্যাপ। বর্তমানে ম্যাপের ডাটাবেজ আরও উন্নত ও সমৃদ্ধ। ফলে যে কোনো দেশে গেলে রাস্তা খুঁজে পাওয়া আর কঠিন হবে না।

> ম্যাপের পর আবহাওয়া সম্পর্কে জানাও জরুরি। তাই ওয়েদার আপডেট অ্যাপ থাকা উচিত। কেননা যদি কোনো অঞ্চল ভ্রমণের সময় প্রাকৃতিক দুর্যোগ হানা দেয় তাহলে সব আনন্দ মাটি হয়ে যাবে।

> অনলাইনে পেমেন্ট করা যায় এমন কিছু অ্যাপও স্মার্টফোনে রাখা যায়।

> ভ্রমণের ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য পরীক্ষা ও আপডেট পাওয়া যাবে এমন কিছু অ্যাপ সেলফোনে থাকা ভালো।

> নোটবুক, হোটেল বুকিং অ্যাপ ও গাড়ি ভাড়া করার অ্যাপও ভ্রমণে সহায়ক। কেননা নোটবুকে গুরুত্বপূর্ণ তথ্য, ড্রাইভিং লাইসেন্সের তথ্য লিখে রাখা যায়। ডিজিটাল সংরক্ষণের পাশাপাশি এটি ইতিবাচক।

সর্বশেষ খবর