শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আইনস্টাইনের আলোচিত সেই ‘গড লেটার’

টেকনোলজি ডেস্ক

আইনস্টাইনের আলোচিত সেই ‘গড লেটার’

১৯৫৪ সালে জার্মান দার্শনিক এরিক গুটকাইন্ডের কাছে আলবার্ট আইনস্টাইন একটি কাজের জবাব হিসেবে মাতৃভাষাতে দেড় পাতার কথিত এই ‘গড লেটার’ লিখেছিলেন...

পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন; কথিত আছে, মৃত্যুর মাত্র এক বছর আগে ১৯৫৪ সালে একটি চিঠিতে ‘ঈশ্বর’ বিষয়ে লিখে গেছেন। দেড় পাতার সেই হাতে লেখা চিঠিটি অনলাইনে নিলামে তোলা হয়েছিল। ধারণা করা হচ্ছিল যে, নিউইয়র্কে নিলামে এটি হয়তো ১৫ লাখ মার্কিন ডলার পর্যন্ত দাম উঠতে পারে। কিন্তু সবাইকে তাক লাগিয়ে সেই চিঠিটি ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়। কী ছিল ওই চিঠিতে, যা ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হতে পারে। ১৯৫৪ সালে জার্মান দার্শনিক এরিক গুটকাইন্ডের কাছে আলবার্ট আইনস্টাইন একটি কাজের জবাব হিসেবে মাতৃভাষাতে দেড় পাতার কথিত এই ‘গড লেটার’ লিখেছিলেন। পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বিভিন্ন কাজের পরিপ্রেক্ষিতে তিনটি চিঠি লিখেছিলেন। পৃথিবীর সবচেয়ে দামি চিঠি ‘গড লেটার’ তার মধ্যে একটি। এতে ধর্ম, ঈশ্বর ও উপজাতি বিষয়ে ব্যক্তিগত স্পষ্ট মত প্রকাশ করেছেন আইনস্টাইন। কিন্তু এটাকেই এখন দেখা হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যকার বিতর্কের একটি গুরুত্বপূর্ণ বিবৃতি হিসেবে। কারণ মৃত্যুর মাত্র এক বছর আগে লেখা এই চিঠির মধ্যেই ছিল ধর্ম ও দর্শন নিয়ে আইনস্টাইনের দৃষ্টিভঙ্গি। নিলাম সংস্থা ক্রিস্টিজের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মৃত্যুর বছরখানেক আগে লেখা আইনস্টাইনের ওই চিঠি সত্যিই অতুলনীয়। ব্যক্তিগত ভঙ্গিতে লেখা। ধর্ম ও দর্শন সম্পর্কে তার ধ্যানধারণার সবচেয়ে পূর্ণাঙ্গ প্রকাশ।’ আইনস্টাইনের চিঠি নিলামে ওঠা এই প্রথম নয়। ২০১৭ সালে ইতালীয় একজন রসায়নের ছাত্রের কাছে দেওয়া একটি চিঠি নিলামে ৬ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।

সর্বশেষ খবর