শিরোনাম
শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কম্পিউটার পরিষ্কারের টিপস অ্যান্ড ট্রিকস

টেকনোলজি ডেস্ক

► কম্পিউটার পরিষ্কার করার আগে তা বন্ধ করে নিন। অন থাকা অবস্থায় কখনোই পরিষ্কার করতে যাবেন না। শর্ট সার্কিট হতে পারে। আবার ভুল বোতামে চাপ লেগে ফাইল ডিলিট হয়ে যেতে পারে।

► কেউ কেউ বাইরের অংশ পরিষ্কার করতে ভেজা কাপড় ব্যবহার করেন। কখনো এ কাজ করবেন না। এর পরিবর্তে কলিন স্প্রে ব্যবহার করতে পারেন।

► কি বোর্ড পরিষ্কার করার জন্য একটি ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন। ভুলেও পানি দিয়ে কি বোর্ড পরিষ্কার করতে যাবেন না। এতে গতি কমে যায়। কি বোর্ডের ভিতরে জমাট ধুলাবালিতে পানি লেগে ধীরে ধীরে এক জায়গায় জমে যায়। শুধু তাই নয়, এর ফলে অনেক সময় কি বোর্ডের প্লাস্টিকও পচে যেতে পারে।

► ক্যাবিনেটের বাইরের অংশ পরিষ্কার করতে একটি সুতির কাপড় ব্যবহার করতে পারেন। অনেকেই শুধু একটি মপ দিয়ে এটি পরিষ্কার করেন। এ কারণে অনেক সময় রং বিবর্ণ হয়ে যায়। এজন্য সবসময় নরম কাপড় ব্যবহার করা প্রয়োজন। ক্যাবিনেট থেকে সব বৈদ্যুতিক তার আগে সরিয়ে ফেলুন।

► কম্পিউটারের সঙ্গে এর মাউস, মাদার বোর্ড, হার্ডডিস্কসহ সব যন্ত্রাংশই নিয়মিত পরিষ্কার করতে হবে। এ যন্ত্রাংশগুলো পরিষ্কার করতে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন।

সর্বশেষ খবর