মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

জি-মেইলের নতুন সুবিধা ‘সিক্রেট মেইল’

টেকনোলজি ডেস্ক

জি-মেইলের নতুন সুবিধা ‘সিক্রেট মেইল’

ফটো মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট এখন এআই প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়িয়েছে। ব্যবহারকারীর মেসেজের বিপরীতে ছবির মাধ্যমে উত্তর দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে স্ন্যাপচ্যাট। এ জন্য একটি চ্যাটবট চালু করা হয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, প্রযুক্তি ব্যবহার করে অগমেন্টেড রিয়ালিটি (এআর) ফিচারের উন্নয়নের গতি বাড়ানো এবং রিয়াল বিশ্বের ছবি ও ভিডিওর ওপর যেন কম্পিউটারাইজড ইমেজ দিয়ে আচ্ছাদিত থাকে তা দেখা। স্ন্যাপের চ্যাটবট, যেটার নাম মাই এআই, সেটা ব্যবহারকারীদের সব বিষয়েই সাহায্য করতে পারবে। তা কবিতা লেখা থেকে শুরু করে তথ্য খোঁজার কাজেও সাহায্য করতে পারবে। অ্যাপটির ‘মাই এআই’ এখন সব স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর কাছে সহজলভ্য এবং এটাকে স্ন্যাপচ্যাটে দুই বন্ধুর মধ্যে কথোপকথনের সময়ে প্রশ্নের জবাব দেওয়ার জন্যও ব্যবহার করা যাবে।

সর্বশেষ খবর