সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

চন্দ্রপৃষ্ঠে অক্সিজেনের সন্ধান

চন্দ্রপৃষ্ঠে অক্সিজেন সংগ্রহের উপায় খুঁজে পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। চাঁদে মানব বসতি তৈরির পরিকল্পনায় এটি মার্কিন এই মহাকাশ গবেষণা সংস্থাটির জন্য  ‘বড় এক অগ্রগতি’ বলে বিবেচিত হচ্ছে। হিউস্টনে অবস্থিত নাসার ‘জনসন স্পেস সেন্টার’-এর এক গবেষণা দল এক পরীক্ষার মাধ্যমে কার্বথার্মাল প্রতিক্রিয়া তৈরির উদ্দেশ্যে প্রথমবারের মতো উচ্চ ক্ষমতাসম্পন্ন লেজার ব্যবহার করে একেবারে বায়ুশূন্য জায়গায় ‘সিমুলেট করা’ চাঁদের মাটি থেকে সফলভাবে অক্সিজেন সরাতে পেরেছে। ‘কার্বোথার্মাল রিডাকশন ডেমোনস্ট্রেশন (কার্ড)’ নামে পরিচিত এই পরীক্ষা শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন উৎপাদন, এমনকি পরিবহন চালকদের জন্যও গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। আমাদের দল প্রমাণ করেছে, ‘কার্ড’ নামের এই চুল্লি চন্দ্রপৃষ্ঠে টিকে থাকবে ও সফলভাবে অক্সিজেন নির্গমন করতে পারবে। চাঁদে স্থায়ী মানববসতি স্থাপন নাসার আর্টেমিস মিশনের দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রাগুলোর একটি, যেটির মাধ্যমে ২০২৫ সালের শুরুতে চন্দ্রপৃষ্ঠে পুনরায় নভোচারী পাঠানোর লক্ষ্যস্থির করেছে নাসা।

সর্বশেষ খবর