সোমবার, ২২ মে, ২০২৩ ০০:০০ টা

মস্তিষ্ক তরঙ্গকে শব্দে রূপান্তরিত করবে এআই

টেকনোলজি ডেস্ক

মস্তিষ্ক তরঙ্গকে শব্দে রূপান্তরিত করবে এআই

মানুষের মনে কী চলছে তা এবার শনাক্ত করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সোজা কথায় বললে, মানুষের মনে কী চিন্তা চলছে তা ব্যক্তির মস্তিষ্কের তরঙ্গ থেকেই জানা যাবে। এমনই এক মডেল আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞান সাময়িকী নেচার নিউরোসায়েন্সে প্রকাশিত এক নিবন্ধের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ গবেষণায় যুক্তরাষ্ট্রের অস্টিনে অবস্থিত ইউনিভার্সিটি অব টেক্সাসের নিউরোসায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক অ্যালেক্স হাথের নেতৃত্বে একদল গবেষক কাজ করেছেন। তারা বলছেন, মস্তিষ্ক বা ব্রেইন কম্পিউটার বানানোর ক্ষেত্রে এটি একটি বিরাট অগ্রগতি। নতুন এ মডেল অনুসারে, বিজ্ঞানীদের আবিষ্কৃত সেমানটিক ডিকোডার (যা তরঙ্গকে শব্দে রূপান্তরিত করে) সরাসরি মানুষের মস্তিষ্কে রোপণ করা হয় না। তার পরিবর্তে একটি ফাংশনাল ম্যাগনেটিক রিসোন্যান্স ইমেজিং বা এফএমআরআই স্ক্যানারের সাহায্যে মানুষের মস্তিষ্কের তরঙ্গকে চিহ্নিত করা হয় এবং তার পর ডিকোডারের সাহায্যে তা শব্দে রূপান্তর করা হয়। এ আবিষ্কার যারা বিভিন্ন ধরনের স্ট্রোকের কারণে কথা বলতে অক্ষম কিন্তু মস্তিষ্ক সচল তাদের যোগাযোগ করার একটি নতুন দ্বার খুলে দেবে।

               

সর্বশেষ খবর