সোমবার, ২২ মে, ২০২৩ ০০:০০ টা

অ্যান্ড্রয়েড ১৪-তে আসছে একাধিক অ্যাপ ব্যবহারের সুবিধা

অ্যান্ড্রয়েড ১৪-তে আসছে একাধিক অ্যাপ ব্যবহারের সুবিধা

অ্যান্ড্রয়েড ১৪-এর উন্নয়নে কাজ করছে গুগল। চলতি বছর শেষে বাজারে আসার সম্ভাবনাও রয়েছে। নতুন ভার্সনে বেশ কিছু ফিচারের বিষয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এর মধ্যে অন্যতম একটি হলো সিপ্লট স্কিনে একাধিক অ্যাপ ব্যবহার করা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে দীর্ঘদিন থেকেই নেটিভ সিপ্লট স্ক্রিন ফিচারটি রয়েছে। অনেক কোম্পানি এরই মধ্যে ফিচারটি ব্যবহার করছে। একটা সময় গুগল অ্যাপ কম্বিনেশন ফিচার চালুর উদ্যোগ নেয়। এটি ব্যবহারকারীদের সিপ্লট স্ক্রিনে একই সঙ্গে দুটি আলাদা অ্যাপ চালুর সুবিধা দেবে। সম্প্রতি প্রকাশ্যে আসা গুঞ্জনের তথ্যানুযায়ী, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ১৪-এর সঙ্গে ফিচারটি বাজারে আসতে পারে। গণমাধ্যমটির তথ্যানুযায়ী, অ্যান্ড্রয়েড ১৪ বেটা ২ ভার্সনে নতুন লাঞ্চার ফ্ল্যাগ যুক্ত করেছে গুগল। এটি সেভ অ্যাপ কম্বিনেশনস অপশন চালুতে সহায়তা করে। বর্তমানে হিডেন ফ্ল্যাগ অপশন চালু করলেও কোনো লাভ হবে না। কেননা ফিচারটি এখনো পরিপূর্ণতা পায়নি। ফিচারটির উন্নয়ন শেষ হলে ব্যবহারকারীরা সেভ অ্যাপ কম্বিনেশন অপশন ব্যবহার করতে পারবে। যারা একই সঙ্গে দুটি অ্যাপ চালাবে শুধু তাদের জন্যই এটি সহায়ক হবে। নতুন অপারেটিং সিস্টেমের বিষয়ে গুগলের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

সর্বশেষ খবর