মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সামাজিক নিরাপত্তা নিয়ে দুই দিনের জাকাত ফেয়ার

নিজস্ব প্রতিবেদক

সামাজিক নিরাপত্তা নিয়ে দুই দিনের জাকাত ফেয়ার

দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়নে জাকাতের ভূমিকাসহ এক গুচ্ছ কার্যক্রম নিয়ে দুই দিনের জাকাত ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার থেকে। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে আগামী ১১ ও ১২ মার্চ তেজগাঁও-গুলশান লিংক রোডস্থ ২১১ নং হোল্ডিংয়ে ‘আলোকী কমিউনিটি সেন্টারে একাদশ জাকাত ফেয়ারের আয়োজন করা হয়েছে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্বনামধন্য ইসলামিক স্কলারবৃন্দ বিভিন্ন সেশনে অংশ নেবেন।

দুই দিনব্যাপী এ জাকাত ফেয়ারে সেমিনার, গোলটেবিল বৈঠক, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, জাকাত সম্পর্কিত মাসালা মাসায়েল নিয়ে কনসালটেশন, সিজেডএম-এর কার্যক্রমের ওপর ফটো প্রদর্শনী, ইসলামিক বই স্টল ইত্যাদি ব্যবস্থা রাখা হয়েছে। জাকাত ফেয়ারের বিভিন্ন পর্বে অংশ নেবেন অর্থনীতিবিদ প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল এম নূর উদ্দীন খান (অব.), তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ, শিল্পোদ্যোক্তা সালাহউদ্দিন কাশেম খান, সাবেক এনবিআর চেয়ারয়ান ড. মোহাম্মদ আবদুল মজিদ, বিইউপির সাবেক উপাচার্য মেজর জেনারেল সালাহউদ্দিন মিয়াজী (অব.), সাবেক সচিব আরাস্তু খান ও সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিম।

 

 

সর্বশেষ খবর