ভোরের আলো ফুটেছে। সূর্যের কিরণ এসে পড়েছে বাগানের প্রতিটি গাছের পাতায়। বিচিত্র প্রজাতির বিভিন্ন গাছের প্রতিটি পাতায় জমে থাকা শিশির বিন্দু সূর্যের আলোয় যেন মুক্তার মতো ঝলমল করে উঠেছে। সারা রাত শিশির সিক্ত হয়ে ভোরের আলো পেতেই মেলে ধরেছে তাদের সৌন্দর্য। সুন্দর সাজানো-গোছানো বাগানে খেলা করছে প্রজাপতির দল। চারদিকে বিচিত্র রকমের দেশি-বিদেশি ফুল, ফল ও ঔষধি গাছ। কেউ কেউ একটু থেমে দুই চোখ ভরে সৌন্দর্য উপভোগ করছেন, কেউবা আবার মুঠোফোনে বাগানের সৌন্দর্য ফ্রেমবন্দি করছেন। এমনই নান্দনিক দৃশ্য চোখে পড়ে টঙ্গী নিউ মেঘনা টেক্সটাইলস মিলস প্রাঙ্গণে। কারখানায় ঢুকতেই এমন মোহনীয় দৃশ্য চোখে পড়ে। এখানে নানা প্রজাতির ফুলের মধ্যে গোলাপ, গাঁদা, পাতাবাহার, জবা, তুলসীসহ বিভিন্ন ফুল ও ঔষধি গাছ দিয়েও সৌন্দর্যমন্ডিত করা হয়েছে পুরো কারখানার চারপাশ। অল্প সময়ে বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছের সমাবেশ কারখানা প্রাঙ্গণের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এখানকার শ্রমিক কর্মকর্তা কর্মচারী বাগান নিয়ে উচ্ছ্বসিত। ঠিক এ রকমই মেঘনা টেক্সটাইলস মিলস লি., টঙ্গী মিল গেট আবুল খায়ের গ্রুপের ওয়্যার হাউস প্রাঙ্গণে, অ্যামট্রানেট গ্রুপের ব্রাভো অ্যাপারেলস ম্যানুফেকচার লিমিটেডসহ বিভিন্ন কলকারখানায় দৃষ্টিনন্দন ফুলের বাগানের পরিচ্ছন্ন পরিবেশ পাল্টে দিয়েছে কারখানার চিত্র। টঙ্গী সরকারি কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গালর্স কলেজ, টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন, জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গাজীপুর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গাজীপুরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও নান্দনিক দৃশ্য চোখে পড়ার মতো। টঙ্গী নিউ মেঘনা টেক্সটাইলস মিলস-এর চেয়ারম্যান অধ্যক্ষ জাহিদ আল মামুন বলেন, কীভাবে এটিকে আরও নান্দনিক করা যায়, সেই লক্ষ্যে কাজ করছি। দিন দিন কারখানার চেহারা পাল্টে যাচ্ছে। কারখানার চারদিকে ফুলের আভাস আর তার হৃদয়গ্রাহী সুবাস যে কাউকে বিমোহিত করে। এ বিষয়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিন বলেন, ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক মালিকানায় হস্তান্তর করা ৯টি মিলের মধ্যে ১টি হলো নিউ মেঘনা টেক্সটাইলস মিলস। সব কটি মিল বন্ধ হলেও নিউ মেঘনা টেক্সটাইলস মিলস এখনো সচল রয়েছে। ঋণের বোঝা মাথায় নিয়ে এখনো টিকে রয়েছে এ প্রতিষ্ঠানটি। কারখানার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ পরিশোধ, শ্রমিক কর্মচারীদের সুযোগসুবিধা প্রদান করে আসছে। সেই সঙ্গে কারখানায় পরিচ্ছন্ন পরিবেশ এবং চারদিকে বিচিত্র রকমের দেশি-বিদেশি ফুল ও ফলগাছের নান্দনিক দৃশ্য চোখে পড়ার মতো।
শিরোনাম
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
কারখানা প্রাঙ্গণে ফুলের বাগান
আফজাল, টঙ্গী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর