বরিশাল নগরীর প্রধান সড়কগুলো থেকে লোহার সড়ক ডিভাইডার উঠিয়ে দেওয়ায় চলাচলে স্বাচ্ছন্দ্য এসেছে। ডিভাইডারগুলো উঠিয়ে দেওয়ায় সদর রোডসহ অন্যান্য সড়কে স্বস্তি নিয়ে চলাচল করতে পারছে যানবাহন ও পথচারীরা। এতে সদর রোডে যানজটও কমেছে। বরিশাল নগরীর প্রধান সড়কগুলো তেমন প্রশস্ত নয়। দিনের বেলায় বিশেষ করে স্কুল-কলেজ এবং অফিস সময়ে এসব সড়কে সৃষ্টি হতো যানজট। এ অবস্থায় সিটি করপোরেশনের বিগত পরিষদের মেয়র সাদিক আবদুল্লাহ সদর রোড, ফজলুল হক এভিনিউ, হেমায়েত উদ্দিন রোড, হাসপাতাল রোড ও নথুল্লাবাদসহ বিভিন্ন সড়কে লোহার সড়ক ডিভাইডার স্থাপন করেন। পথচারী এবং যানবাহন চলাচলের সুবিধার্থে ডিভাইডারগুলো স্থাপিত হলেও
এতে ওইসব সড়কে যানজট আরও তীব্র হয়। যানবাহনের ধাক্কায় ডিভাইডারগুলো আঁকাবাঁকা হয়ে বিপজ্জনক হয়ে উঠত। এতে হতাহত হতো যাত্রী এবং পথচারীরা। সম্প্রতি সিটি করপোরেশনে নতুন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত দায়িত্ব নেওয়ার পর সদর রোড, ফজলুল হক এভিনিউ এবং হেমায়েত উদ্দিন রোড থেকে ডিভাইডারগুলো উঠিয়ে ফেলা হয়। এতে যানবাহন চলাচলে স্বাচ্ছন্দ্য এসেছে। কমেছে যানজট। থ্রি-হুইলার চালক মো. মিলন জানান, সরু রাস্তায় ডিভাইডার দেওয়ায় তাদের চলাচলে সমস্যা হতো। বিশেষ করে অফিস সময়ে ওইসব সড়কে যানজট লেগে থাকত। অনেক সময় আকাবাঁকা লোহার ডিভাইডারে ধাক্কা লেগে যানবাহনের ক্ষতি হতো, যাত্রীরাও আহত হতেন। এখন ডিভাইডার উঠিয়ে দেওয়ায় যানবাহন এবং পথচারীরা স্বাচ্ছন্দ্যে চলতে পারছেন। সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবুল বাশার জানান, সড়কের ডিভাইডার কেন উঠিয়ে ফেলা হয়েছে তা তিনি জানেন না। ওয়ানওয়ে সড়কে দুর্ঘটনা কম ঘটে। ডিভাইডার উঠিয়ে ফেলায় এখন মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।
শিরোনাম
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
ডিভাইডারবিহীন সড়কে স্বাচ্ছন্দ্যের চলাচল
রাহাত খান, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর